ডুববে কোটি কোটি টাকা, KKR-র চিন্তা বাড়িয়েই চলেছে রিঙ্কু সিং

Published on:

rinku singh kkr

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 55 লাখের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তারকার দাম এক ঝটকায় 13 কোটি ছুঁয়েছিল। হ্যাঁ, ব্যাপারটা প্রথমদিকে অনেকের মনেই সংশয়ের জন্ম দেয়। আসন্ন 2025 আইপিএলের জন্য দল গোছানোর প্রস্তুতি পর্বে কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকায় জায়গা হওয়া 6 ক্রিকেটারের মধ্যে 13 কোটিতে রিঙ্কু সিংকে ধরে রাখার ঘটনা অবাক করেছিল KKR সমর্থকদের। তবে তরুণ ক্রিকেটারের বিগত পারফরমেন্সকে গুরুত্ব দিয়েই তাঁকে দলে ভিড়িয়েছিল ভেঙ্কি মাইসোরের ম্যানেজমেন্ট। কিন্তু এবার সেই ভুলের মাসুল গুনতে বসল কলকাতা!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

13 কোটির রিঙ্কু সিংয়ের ওপর ভরসা নেই দলের!

বিগত IPL মরসুমে বহুবার কলকাতার দায়িত্ব কাঁধে তুলেছিলেন এই তরুণ তারকা। নাইট ব্রিগেডে সতীর্থদের সাথে মাঠ দখলের লড়াইটা প্রতিবারই একান্তই নিজের বলে মনে করেছেন রিঙ্কু। কলকাতা বিরোধী দলগুলিকে পরাস্ত করতে বুক পেতে 22 গজে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তবে কেকেআর তারকার সাম্প্রতিক পারফরমেন্স একেবারেই দলের সাথে মানানসই নয় বলেই মনে করছেন অনেকে। মূলত শাহরুখের দলে 13 কোটি মূল্যে জায়গা হওয়ার পরই খেলোয়াড়ের যোগ্যতা নিয়ে উঠতে শুরু করেছে বহু ভিন্ন প্রশ্ন।

এহেন আবহে আসন্ন 2025 আইপিএল মরসুমে রিঙ্কু সিং কতটা নাইটদের ভরসার কাঁধ হয়ে উঠতে পারেন সেটা নিয়েও চলছে জোর জল্পনা। নেপথ্যে যদিও ক্রিকেটারের দুর্বল ফর্ম। হ্যাঁ, ইউপির এই তরুণ ক্রিকেটারের বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে খুব একটা ভাল ছন্দে নেই রিঙ্কু। অনেকেই আবার নাইট তারকার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে কু মন্তব্যও শানিয়েছেন। কেউ কেউ আবার মনে করছেন, কোটি টাকায় বিক্রি হলেও রিঙ্কুর বাজে ফর্মের জন্য ভবিষ্যতে ভোগান্তি পোহাতে হতে পারে কলকাতা নাইট রাইডার্সকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফর্মে নেই রিঙ্কু সিং!

কলকাতা দলের পুরনো সৈনিক রিঙ্কুর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বহু সমর্থক তাঁর দুর্বল পারফরমেন্স স্মরণ করিয়ে দিয়েছেন। ক্রিকেটারের বিগত ম্যাচ পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে, বিজয় হাজারে ও মুশতাক আলীর শেষ 10টি ঘরোয়া ক্রিকেট ম্যাচের মাত্র একটিতেই 50 রানের গন্ডি পেরিয়েছিলেন রিঙ্কু। বিগত ম্যাচগুলিতে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি নাইট তারকাকে। 10 ম্যাচের 8 ইনিংসে 43.67-এর অত্যন্ত দুর্বল স্ট্রাইক রেটে ব্যাট করে 218 রানে তুলেছেন কলকাতার এই তরুণ ব্যাটার। আর এই পরিসংখ্যান দেখেই কলকাতা নাইট রাইডার্স তারকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিংহভাগই।

আইপিএলেও পারফরমেন্সে ভাটা পড়েছে রিঙ্কুর?

গোটা আইপিএল কেরিয়ারে এমন কোনও চমৎকার ঘটাতে পারেননি রিঙ্কু, যাকে সামনে রেখে মুখের হাসি চওড়া হয় কলকাতা নাইট রাইডার্স কর্তাদের। তবে হ্যাঁ, বিগত মরসুমগুলির কিছু ম্যাচে দলের হয়ে উদ্ধারকারীর ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু রিঙ্কুর আইপিএল কেরিয়ার একেবারেই চমকে দেওয়ার মতো নয়। এখনও পর্যন্ত গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে 46 ম্যাচে পা পড়েছে রিঙ্কুর। আর এই ম্যাচগুলিতে 143 স্ট্রাইক রেটে ব্যাট করে 893 রান করেছেন তিনি। আইপিএলে রিঙ্কুর ঝুলিতে রয়েছে 46টি ছয় এবং 67 টি বাউন্ডারি। তবে নাইট তারকার এই পারফরমেন্স তাঁর বিক্রিত মূল্যের সমান বলে মনে করছেন না ক্রীড়া বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, মূলত খারাপ ফর্মের জন্যই রিঙ্কুকে নিয়ে বিপদে পড়তে পারে শাহরুখের দল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group