বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণের প্লে অফ থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মূলত নিজেদের ব্যাটিং বিপর্যয় ও গঠনগত বিভিন্ন ভুল নিয়ে এ যাত্রায় ডুবেছে শাহরুখ খানের দল। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের IPL 2025 মরসুমের অবস্থা দেখে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন বহু ভক্ত। 3 বারের চ্যাম্পিয়নদের এমন দুর্দশার কারণ হিসেবে আঙুল উঠছে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দিকেই।
সূত্র বলছে, আসন্ন সিজনের আগে যাবতীয় ভুল ত্রুটি শুধরে ফেলবে KKR। সেই পথ ধরেই বাদ পড়বেন প্রধান কোচ পন্ডিত। কিন্তু পন্ডিত জামানা শেষ হলে নাইটদের পরবর্তী হেডস্যার কে হবেন? সম্ভাবনার তালিকায় এক ভারতীয় তারকা প্রাধান্য পেলেও শোনা যাচ্ছে তাঁকে কোচ করার কোনও চিন্তাভাবনা নেই নাইট ম্যানেজমেন্টের। তাহলে কে? রইল বিস্তারিত।
অভিষেক নায়ারকে নিয়ে শুরু হয়েছে জল্পনা
2024 সালের জুলাইয়ে প্রধান কোচ গৌতম গম্ভীরের সুপারিশেই অভিজ্ঞ তারকা অভিষেক নায়ারকে দায়িত্বের ঝুলি শপে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে 9 মাসের মাথায় সেই নায়ারকে আচমকা চাকরি থেকে ছাঁটাই করে BCCI। তবে জাতীয় শিবিরের দায়িত্ব খোয়ানোর পরই পুরনো দলে ফিরে এসেছেন নায়ার। খারাপ সময়ে চেনা মহলে ঘুরতে এসেই দায়িত্ব পেয়ে গিয়েছেন অভিষেক।
মূলত সাপোর্টিং স্টাফ হিসেবে নয়ারকে নিয়োগ করেছে KKR। মনে করা হচ্ছে, পন্ডিত যুগের অবসান হলেই তাঁকে আগামী মরসুমের জন্য প্রধান কোচের দায়িত্ব দেবে KKR। এমন খবরের মাঝেই শোনা যাচ্ছে ভিন্ন সুর। বেশ কয়েকটি সূত্র বলছে, অভিষেক নায়ার নন, পন্ডিতকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে পারে বিদেশের এক মহারথীর কাঁধে।
অবশ্যই পড়ুন: ‘ভারতকে অনুরোধ করুন!’ ব্যবসা বন্ধ করায় কাকুতি মিনতি বাংলাদেশি পোশাক নির্মাতাদের
কলকাতার পরবর্তী হেড কোচ হচ্ছেন এই বিদেশি!
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, পন্ডিত জামানার অবসান ঘটতেই ইংলিশ ক্রিকেটার ইয়ন মর্গ্যানকে প্রধান কোচের আসনে বসাতে পারে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। আপাতত যা খবর, পন্ডিতের সাথে আর নতুন করে সম্পর্ক দীর্ঘায়িত করতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স। আর সেই সূত্র ধরেই, 2021 IPL-এ KKR-কে ফাইনালে পৌঁছে দেওয়া ইংল্যান্ড তারকাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চলেছে নাইট ম্যানেজমেন্ট। যদিও 2019 ODI বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড তারকাকে নাইটদের দায়িত্ব দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানায়নি বেঙ্কি মাইসোরের টিম।