কৌশিক দত্ত, কলকাতাঃ অক্টোবরে নিজেদের রিটেন করা প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এরপর নভেম্বরের আইপিএল নিলামে ১৫ জন প্লেয়ারকে কিনেছিল গতবারের IPL চ্যাম্পিয়ন। তবে KKR তাঁদের IPL জয়ী অধিনায়ককে আর ফেরায়নি। পাশাপাশি বাদ দিয়েছে গতবারের সফল ওপেনার ফিল সল্টকেও। কিন্তু এখন শোনা যাচ্ছে যে, KKR আরেকজন বিদেশি প্লেয়ারকে কিনতে পারে।
গুরুতর চোট পেলেন KKR প্লেয়ার
আসলে কলকাতা নাইট রাইডার্স যেসব প্লেয়ারদের কিনেছিল, তাঁদের মধ্যে ছিলেন সাউথ আফ্রিকান পেসার অ্যানরিখ নরকিয়া। ২ কোটির বেস প্রাইস থাকা এই বোলারকে সাড়ে ৬ কোটি দিয়ে কিনেছিল KKR। এমনকি তাঁকে মিচেল স্টার্কের যোগ্য বদলি হিসেবেও ধরা হচ্ছিল। তবে এরই মধ্যে এল দুঃসংবাদ। গুরুতর চোট পেয়ে অনির্দিষ্ট কালের জন্য মাঠের বাইরে গেলেন KKR-র এই জোরে বোলার।
জানা গিয়েছে যে, পাকিস্তানের বিরুদ্ধে চলা T20 সিরিজে অ্যানরিখ নরকিয়া গুরুতর চোট পেয়েছেন। শোনা যাচ্ছে যে, অ্যানরিখ নরকিয়ার বাঁ পায়ের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। যার জেরে তিনি আপাতত মাঠের বাইরে। আগামী বছর হতে চলে আইপিএলের আগে তাঁর প্রত্যাবর্তন হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।
এই বিদেশি বোলারকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স
অ্যানরিখ নরকিয়া যদি না খেলতে পারেন, তাহলে তাঁর বদলি হিসেবে আরেক বিদেশি বোলার নেবে কলকাতা নাইট রাইডার্স। আর এর জন্য বেশ কয়েকজনার নামও উঠে আসছে সামনে। এবারের নিলামে যেসব প্লেয়ার অবিক্রীত ছিলেন, তাঁদের মধ্যেই একজনকে নিতে পারে KKR। তবে সবথেকে বেশি যেই নাম নিয়ে চর্চা হচ্ছে, তিনি হলেন আলজারি জোসেফ।
ক্যারিবিয়ান তারকা বোলার আলজারি জোসেফ নরকিয়ার ভালো বিকল্প হতে পারে বলে ধারণা নাইট ম্যানেজমেন্টের। এছাড়াও এবার ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন প্লেয়ার ডোয়েন ব্র্যাভো এবার KKR-র মেন্টর হয়েছেন। আর তিনি আলজারি জোসেফকে নিজেদের দলে টেনে নিতে পারবে বলে জানা যাচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |