বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), নামটা শুনলেই গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কথা মনে পড়ে যায়। সে আসরে একেবারে জাতের খেলা দেখিয়ে তৃতীয় বারের জন্য ট্রফি নিশ্চিত করেছিল কর্ণধার শাহরুখ খানের দল। তবে জয়ের ধারা অব্যাহত রইল কই? এ যাত্রায় যে এভাবে শেষকৃত্য সম্পন্ন হবে সে কথা হয়তো স্বপ্নেও কল্পনা করেননি কেউই।
গতকাল বেঙ্গালুরুর ঘরের মাঠে শেষ ধাক্কাটা পেয়েছে KKR। তবে প্রতিপক্ষের কাছে না হারালেও প্রকৃতির নিয়মে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচই স্বপ্ন ভেঙেছে অজিঙ্কা রাহানেদের। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় 1 পয়েন্ট নিয়ে বর্তমানে 12 সংখ্যায় দাঁড়িয়ে রয়েছে কলকাতা।
কাজেই এ যাত্রার স্বপ্ন শেষ করে এবার আসন্ন মরসুমের জন্য ঘর গোছাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তবে তার আগে খুঁজতে হবে ভুল ত্রুটি। সেই সূত্রেই এবার বেশ কয়েকজন বড় তারকাকে বাদ দিতে পারে KKR। রিপোর্ট বলছে, ভুলের মাসুল গুণে নতুন মরসুমের আগেই 5 বড় তারকাকে ছাঁটাই করবে শাহরুখের দল।
এই 5 তারকাকে বাদ দিতে পারে KKR
প্রথমেই ভেঙ্কটেশ আইয়ার
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাঁর কাঁধে সবচেয়ে বেশি ভরসা ছিল কলকাতার, সেই 23.75 কোটির ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে একেবারে নাক কাটা গিয়েছে KKR-র। এ যাত্রায় একেবারেই নিজের পুরনো ছন্দে ফিরতে পারেননি আইয়ার। আপ্রাণ চেষ্টা করে দু একটা ম্যাচে টিকে থাকলেও ধারাবাহিকতার অভাবে ডুবেছেন ভেঙ্কি।
মিডিল অর্ডারে তাঁকে রেখে কাজ না হওয়ায় মাঝে ভেঙ্কটেশকে বিশ্রামে রেখেছিল কলকাতা। দলের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়া সত্বেও দলকে এক ফোঁটাও ভরসা জোগাতে পারেননি আইয়ার। মনে করা হচ্ছে এবার সেই কারণকে সামনে রেখেই আসন্ন সিজনের আগে ভেঙ্কিকে রিলিজ করবে KKR।
কুইন্টন ডিক’ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রায় কলকাতা নাইট রাইডার্সে ভরসা যোগানোর কথা ছিল প্রোটিয়া তারকা কুইন্টন ডিক’কের। তবে সেই কাজ সম্পন্ন করতে পারেনি তিনি। প্রথম দিকে ডাহা ফেল করলেও শুধুমাত্র রাজস্থান রয়্যালসের বিপক্ষে 60 বলে 97 রানের ইনিংসের পর বাকি ম্যাচগুলিতে একেবারে মুখ থুবড়ে পড়েছেন কুইন্টন। ওপেনার হিসেবেও সেভাবে দাগ কাটতে পারেননি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। সূত্র বলছে, তাঁকে দলে রেখে আর নতুন করে সমস্যা বাড়াতে চাইবে না কলকাতা।
মঈন আলি
বিদেশি প্লেয়ারদের নিয়ে ব্যর্থতার মাঝে কার্যত হাত তুলে দিয়েছিলেন প্রাক্তন ইংলিশ তারকা মঈন আলিও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রায় তাঁকে কথামতো পাশে পায়নি KKR। যদিও বেশ কিছু সূত্র বলছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুম শেষ হলেই ক্রিকেট থেকে চিরতরে বিদায় নেবেন তিনি। আর সেই জল্পনার মাঝেই এবার তাঁকে নাকি দল থেকে বাদ দেওয়ার চিন্তা করছে KKR।
স্পেন্সার জনসন
2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পর্ব থেকে 2.80 কোটি দিয়ে অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে কিনে নেয় কলকাতা। তবে ভরসার জায়গা রক্ষা করতে পারেননি এই অজি তারকা। কলকাতার জার্সি গায়ে বিগত ম্যাচগুলিতে অংশ নিয়ে মাত্র 1টি উইকেট পেয়েছেন জনসন। কাজেই তাঁকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে নাইট শিবিরে, এমনটাই সূএ মারফত খবর।
অবশ্যই পড়ুন: ফিরবে লাল হলুদ জামানা! ক্ষমতাশালী ফুটবলার রশিদকে চুক্তিপত্র পাঠিয়ে দিল ইস্টবেঙ্গল
এনরিখ নরকিয়া
IPL 2025 মরসুমে গতি আনতে দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়াকে 6.50 কোটি খরচ করে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে চোট সমস্যা না থাকলেও খেলোয়াড়কে নিয়ে বাড়তি চাপ নিতে চায়নি নাইট ম্যানেজমেন্ট। আর সেই কারণে এই প্রোটিয়া স্পিডস্টারকে চলতি সিজনে নিয়মিত নামাতে পারেনি KKR। মনে করা হচ্ছে, খেলোয়াড়ের চোটজনিত আশঙ্কা থাকায় তাঁকে এবার ছেড়ে দিতে পারে KKR।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |