আইয়ার থেকে রাসেল! আগামী মরসুমেই ৬ নামীদামী তারকাকে বাদ দিচ্ছে KKR

Published on:

Kolkata Knight Riders may release these 6 players before the IPL 2026 season

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমে একেবারেই নিজেদের সেরা ছন্দে ধরা দিতে পারেনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এ যাত্রার একেবারে শুরু থেকেই ব্যাটিং অর্ডার, ফিল্ডিং সহ সবেতেই দোটানায় পড়েছিল। তার ওপর অধিনায়ক অজিঙ্কা রাহানের ব্যর্থ নেতৃত্ব তো রয়েছেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সব মিলিয়ে, শেষ নিয়ম রক্ষার ম্যাচেও নাক কাটিয়ে যাত্রা ভঙ্গ করেছে KKR। আর এরপরই প্রশ্ন উঠছে, আগামী মরসুমে সাফল্য খুঁজতে কি দল বদল করবে শাহরুখ? কাদের বাদ দেওয়া হতে পারে? বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, এবারের ব্যর্থতাকে সামনে রেখে IPL 2026 সিজনের আগেই 6 তারকাকে ছাঁটাই করবে KKR। কারা তাঁরা? রইল তালিকা।

বাদ পড়বেন ভেঙ্কটেশ আইয়ার!

কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার হওয়া সত্বেও এবারের মরসুমে এক ফোঁটাও দাগ কাটতে পারেননি ভেঙ্কটেশ। এ যাত্রার মতো মোট 11 ম্যাচে অংশ নিয়ে মাত্র 142 রান করেছেন 23.75 কোটির ভেঙ্কি। যার কারণে বারবার নাইট সমর্থকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্টেও ভক্তরা লিখে আসছেন, কবে KKR ছাড়বেন আপনি? সব মিলিয়ে, নাইট শিবির থেকে যাই যাই অবস্থা ভেঙ্কটেশের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, এ মরসুমে একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ার কারণে তাঁকে আগামী দিনে আর দলে রাখবে না KKR। তাছাড়াও, অনেকেই মনে করছেন মোটা অঙ্ক নিয়েও ধারাবাহিক ব্যর্থতার কারণে হয়তো নিজেই KKR ছেড়ে দেবেন ভেঙ্কটেশ। কী হয়, এখন সেটাই দেখার।

আন্দ্রে রাসেল

মেঘে মেঘে বেলা হয়েছে অনেক! এবার হয়তো ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত! সাম্প্রতিক সময়ে এই কথাগুলিই বারংবার শুনতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের পুরনো যোদ্ধা আন্দ্রে রাসেলকে। 11 কোটির এই অলরাউন্ডার শেষের দিকে দু-একটা ম্যাচে জলবা দেখালেও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। রাসেলের মতো একজন ভরসাযোগ্য অলরাউন্ডার যদি গোটা সিজন মিলিয়ে 167 রান ও আট উইকেট নেন, সেক্ষেত্রে নাইটদের পরাজয়টা কি মানানসই নয়? প্রশ্ন থাকছে অনেকেরই।

যাইহোক, এবার আসি আসল কথায়। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, 2025 IPL শেষ। সেই সাথেই ব্যর্থতাকে ভুলে নতুন করে দল গোছাবে KKR। আর সেই সূত্র ধরেই, এবার রাসেলের বাদ পড়া এক প্রকার চূড়ান্ত হওয়ার পথে। তবে অনেকেই মনে করছেন, অভিজ্ঞতার জন্য রাসেলকে ধরে রাখতে পারে KKR!

মঈন আলি

IPL 2025 সিজনে কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের ব্যর্থতার তালিকা যথেষ্ট দীর্ঘ, আর সেই তালিকায় একেবারে ওপরের দিকে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার মঈন আলি। এবারের IPL সিজনে 6 উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র 5 রান করেছেন মঈন। মনে করা হচ্ছে, খেলোয়াড়ের এমন পারফরমেন্স দেখে তাঁকে আর দলে রাখার চিন্তা করবে না নাইট ম্যানেজমেন্ট।

কুইন্টন ডি’কক

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কুইন্টন ডি’ককের ওপর থেকে ভরসা উঠে গিয়েছে KKR-র। কেননা, শুধুমাত্র রাজস্থানের ম্যাচে 97 রান ছাড়া আর বাকি কোনও ক্ষেত্রেই দাগ কাটতে পারেননি ডি’কক। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে বহু ভক্তের দাবি, এবারের মতো শিক্ষা হয়েছে! ভবিষ্যতে আর যেন এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে দলে রাখা না হয়! মনে করা হচ্ছে, সেই দাবিই পূরণ হতে পারে নাইট শিবিরে।

অবশ্যই পড়ুন: AFC চ্যাম্পিয়নস লিগে রোনাল্ডোদের বিপক্ষে মাঠে নামবে মোহনবাগান! দেখুন সমীকরণ

বাদের তালিকায় আরও দুই

আপাতত যা খবর, নতুন করে আর অতীত গুনতে চাইবে না কলকাতা নাইট রাইডার্স। বেশ কয়েকটি সূত্র বলছে, পুরনো রোগ ঝেড়ে ফেলে একেবারে নতুন ভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম আসরের যাত্রা শুরু করতে চায় শাহরুখের দল, মনে করা হচ্ছে সেই শুভ সফর শুরুর আগেই নাইট শিবিরের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার রমণদীপ সং ও অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে শীঘ্রই ছেটে ফেলতে পারে বেঙ্কি মাইসোরের ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group