বাদ একাধিক বড় নাম, IPL 2026 মরসুমে এই ৫ তারকাকেই রিটেইন করাবে KKR!

Published on:

Kolkata Knight Riders may retain these 5 cricketers before IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণে জয়ের ধারা অব্যাহত রাখার আশা নিয়ে যাত্রা শুরু করলেও গাদা-গুচ্ছের ব্যর্থতাকে সঙ্গী করে প্লে অফের আগেই বিদায় নিতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। মূলত ব্যাটিং বিপর্যয় ও অধিনায়ক অজিঙ্কা রাহানের দল পরিচালনায় খামতি থাকায় IPL 2025 মরসুমে একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছিল তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

তাই পুরনো যন্ত্রনা ভুলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম আসরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে শাহরুখ খানের দল। সেই মতোই সমস্ত আশঙ্কাকে মাথায় রেখেই দল গোছাবে KKR ম্যানেজমেন্ট। বলা চলে, আর কয়েকটা মাস অপেক্ষার পরই রিটেনশন তালিকা প্রকাশ করবে IPL দলগুলি।

প্রতি বছরই সেই দৌড়ে এগিয়ে থাকে কলকাতা। কিন্তু এবার কী হবে? গতবারের ব্যর্থতাকে মাথায় রেখে কাদের পুনরায় সই করাবে KKR? চরম ব্যর্থতার পরও কাদের ওপর ফের ভরসার হাত রাখবেন শাহরুখ? রইল IPL 2026 সিজনের জন্য কলকাতার সম্ভাব্য রিটেনশন তালিকা।

এই প্লেয়ারদের IPL 2026 সিজনে ধরে রাখতে পারে KKR

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19 তম আসরে নিজেদের শক্তি জাহির করতে অন্যান্য নতুন খেলোয়াড়দের সই করানোর পাশাপাশি ব্যর্থ দল থেকে খুব সম্ভবত 5 ক্রিকেটারকে রিটেইন করাতে পারে কলকাতা নাইট রাইডার্স।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রিপোর্ট বলছে, ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, ভারতের তরুণ ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী, ভারতীয় দলের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী, দুর্দান্ত ফিনিশার রিঙ্কু সিং ও তারকা পেসার হর্ষিত রানার ওপর আগামী IPL-এও ভরসা রাখতে পারেন কর্ণধার শাহরুখ।

অবশ্যই পড়ুন: শিয়ালদহ স্টেশনে তরোয়াল নিয়ে উদ্যম নৃত্য! অস্ত্রের আঘাতে রক্তাক্ত নিত্যযাত্রী

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা শুরুর আগেই অগাধ আস্থা নিয়ে 6 ক্রিকেটারকে রিটেইন করিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বলে রাখি, IPL 2025 সিজনে কলকাতায় রিটেইন করেছিলেন, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, রমণদীপ সিং ও হর্ষিত রান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥