বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাত আবহ কিছুটা শিথিল হতেই গত 17 মে থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দফা। প্রথম আসরেই ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ভেস্তে যায় খেলা। যার জেরে পয়েন্ট ভাগাভাগির নিয়মে প্লে অফের রাস্তা তো বটেই সেই সাথে গোটা IPL থেকেই ছিটকে গিয়েছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এমতাবস্থায়, কলকাতার বিদায় নিশ্চিত হওয়ার পরই আচমকা IPL-র প্রায় অন্তিম লগ্নে নতুন নিয়ম নিয়ে হাজির BCCI। আর তাতেই একপ্রকার চোটে লাল KKR। নাইট শিবিরের তরফে অভিযোগ, তাদের সাথে অন্যায় করা হয়েছে। বোর্ডের এই নিয়ম যদি আর কিছুদিন আগে চালু করা হতো তাহলে হয়তো প্লে অফের আশা জিইয়ে থাকতো নাইটদের।
বৃষ্টির কারণে নতুন নিয়ম আনল BCCI
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রার সাম্প্রতিক ম্যাচগুলিতে বৃষ্টির বাগড়া হওয়া দেখেছেন দর্শকরা। উদাহরণ হিসেবে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। তাছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য, গত 17 মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দফা শুরু হতেই বৃষ্টির কারণে বেঙ্গালুরুর মাটিতে নামতে পারেনি কলকাতা নাইট রাইডার্স।
শেষ পর্যন্ত বৃষ্টির বাড়াবাড়িতে পরিত্যক্ত ঘোষণা করা হয় নাইটদের মরণবাচনের ম্যাচ। যার ফলে মাত্র 1 পয়েন্ট খাতায় তুলে প্লে অফের স্বপ্নভঙ্গ হয় অজিঙ্কা রাহানেদের। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আচমকা বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ম্যাচ নিয়ে নতুন নিয়ম আনল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সাধারণত এতদিন IPL-এ নিয়ম ছিল, কোনও ম্যাচে যদি বৃষ্টি বাগড়া হয় সে ক্ষেত্রে, পুনরায় ম্যাচ আয়োজনের জন্য 1 ঘন্টা অতিরিক্ত সময় পাবেন উদ্যোক্তারা। অন্যদিকে প্লে অফের ক্ষেত্রে অতিরিক্ত 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা বরাদ্দ করা হতো। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে শেষের 9 ম্যাচের ক্ষেত্রেই 120 মিনিট অতিরিক্ত সময় হিসেবে পাওয়া যাবে। জানা যাচ্ছে, মূলত সাম্প্রতিক আবহাওয়া ও বৃষ্টিজনিত সমস্যার কথা মাথায় রেখেই এই নতুন নিয়ম এনেছে BCCI। আর তাতেই অন্যায় খুঁজে পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
KKR-র সাথে অন্যায় হয়েছে?
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী IPL-র 10 দলকেই নতুন নিয়ম কাঠামো জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সিইও হেমাং আমিন। IPL সিইও স্পষ্ট জানিয়ে দেন এবার থেকে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে অন্তত 120 মিনিট অতিরিক্ত সময় পাবে দুই দল। আর এরপরই একেবারে রেগে অগ্নিশর্মা শাহরুখ খানের সিইও বেঙ্কি মাইসোর। তিনি জানিয়েছেন, 17 মে থেকে এই নিয়ম কার্যকর করা উচিত ছিল বোর্ডের। মেলে KKR সিইও লেখেন, সম্ভবত পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন নতুন নিয়ম আনা হয়েছে, তবে এরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিক হওয়া যেত।
এদিন কলকাতা বনাম বেঙ্গালুরুর 17 মে-র ম্যাচের কথা উল্লেখ করে মাইসোর স্পট জানান, সেদিন বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ছিল। আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। এদিন যদি ম্যাচ বাতিল করার আগে অন্তত 120 মিনিটের নিয়মটা লাগু করা হতো, তাহলে হয়তো 5 ওভারের জন্য হলেও ম্যাচ আয়োজন করা সম্ভব ছিল।
অবশ্যই পড়ুন: পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, স্কুল বাসে আত্মঘাতী বিস্ফোরণ! মৃত, আহত একাধিক
এরপরই বেঙ্কি জানান, বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হতেই KKR-র প্লে অফের রাস্তা বন্ধ হয়ে যায়। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ধারাবাহিকতার অভাব থাকা একেবারেই উচিত নয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমরা মনে করছি যে আমাদের সাথে অন্যায় করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |