কলকাতা: ৩১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় সবার উপরে যার নাম ছিল। তিনি হলেন রিঙ্কু সিং (Rinku Singh)। KKR এবার রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে। ২০২৪-র আইপিএলেও রিঙ্কু সিং মাত্র ৫৫ লক্ষ টাকা বেতন পেতেন। এবার তা বেড়ে দাঁড়াল ১৩ কোটিতে। আর এই টাকা পাওয়ার পরেই রিঙ্কু নিজের ও নিজের পরিবারের জন্য এক বিলাসবহুল বাংলো কিনেছেন।
আসলে IPL-র নিয়ম অনুযায়ী, কোনও প্লেয়ার যদি জাতীয় দলে অভিষেক করেন, তাহলে তাঁকে রিটেন করার জন্য বা দলে নেওয়ার জন্য মোটা টাকা দিতে হবে ফ্রাঞ্চাইজিকে। আর রিঙ্কুর ক্ষেত্রেও সেটাই হল। দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছিল যে, রিঙ্কুর মতো প্লেয়ারদের বেতন বাড়ানো উচিৎ। এবার তাই হল।
বিলাসবহুল বাংলো কিনলেন রিঙ্কু সিং
আইপিএলে প্রথমবার এত টাকা পাওয়ার পর রিঙ্কু সিং আলীগড়ে নিজের জন্য একটি বাংলোও কিনেছেন। জানা যাচ্ছে যে, রিঙ্কু সিং এই বাংলো কেনার জন্য কয়েক কোটি টাকা খরচ করেছেন। আলীগড়ের ওজোন সিটির গোল্ডেন এস্টেটে রিংকু সিংয়ের নতুন বাড়ি, কোঠি নং ৩৮, দেখার মতো হয়েছে।
রিঙ্কু সিংয়ের নতুন বাংলো | Rinku Singh New Bungalow |
সম্প্রতি রিঙ্কু সিং তার নতুন বাড়িতে প্রবেশ করেছেন। শোনা যাচ্ছে যে, দীপাবলিতে ধুমধাম করে পুজো করে গৃহপ্রবেশ হয়েছে। ওজোন সিটি আলীগড়ে প্রথম টাউনশিপ যেটি ২০০ কাটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। এই টাউনশিপে উন্নত প্লট, বিলাসবহুল বাড়ি, অ্যাপার্টমেন্ট, একটি পেন্টহাউস, একটি ডুপ্লেক্স, ভিলা, ক্লাব, বাণিজ্যিক কেন্দ্র এবং দোকান, আনুষ্ঠানিক ভবন, স্কুল, ডিসপেনসারি, হাসপাতাল, পার্ক, রেস্টুরেন্ট, মন্দির, হোটেল সবই রয়েছে। এছাড়াও রয়েছে খেলার মাঠ, সুইমিং পুল।
রিঙ্কু সিংয়ের বাংলোর দাম
আলীগড়ের ওজন টাউনশিপে ৫০০ বর্গ ফুট জায়গা জুড়ে রিঙ্কু সিংয়ের বাংলো তৈরি হয়েছে। যার মধ্যে সবরকম অত্যাধুনিক সুযোগ, সুবিধা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, রিঙ্কু সিং এই বাংলো কিনতে মোট ৭ কোটি টাকা খরচ করেছেন।