বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ঘরের মাঠে পচা শামুকে পা কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের (Kolkata Knight Riders)। লাস্ট বয় মহেন্দ্র সিং ধোনির CSK-র বিরুদ্ধে শতাধিক ছক কষেও জয় নিশ্চিত করতে পারেনি অজিঙ্কা রাহানের দল। গতকাল সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ারকে বাদ রেখে ছন্দে ফেরার স্বপ্ন দেখেছিল নাইটরা, তবে তা আপাতত অধরা থেকে গেল।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ হারতেই প্লে অফের যাত্রা শেষ হয়েছে KKR-র, এমন খবরেই বর্তমানে সরগরম নেট পাড়া। তবে জানিয়ে রাখি, মাহিদের বিপক্ষে হেরে সাধারণত প্লে অফ থেকে ছিটকে যাওয়ার কথা নাইটের, কিন্তু সেই দুঃসময় কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে KKR-র। হ্যাঁ, বুধের ম্যাচে হার সত্বেও প্লে অফে জায়গা করার শেষ সুযোগ পাবে 3 বারের চ্যাম্পিয়নরা। কিন্তু কীভাবে? রইল কঠিন অঙ্ক।
নতুন অঙ্কে প্লে অফে ওঠার সুযোগ রয়েছে KKR-র
চেন্নাইয়ের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর বর্তমানে পয়েন্ট তালিকায় 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের বর্তমান নেট রান রেট 0.193। এখন কলকাতার হাতে মাত্র দুটি ম্যাচ রয়েছে। দুই আসরে নাইটরা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দুটিই অ্যাওয়ে ম্যাচে। এখন প্রশ্ন, মাত্র জোড়া ম্যাচে জিতেও কীভাবে প্লে অফে উঠবে KKR? সে ক্ষেত্রে জানিয়ে রাখি, আসন্ন দুই ম্যাচের দুটিতেই জিতলে 15 পয়েন্টে আপাতত যাত্রা শেষ করবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কিন্তু প্লে অফের ম্যাজিক ফিগার তো 16। হ্যাঁ, 15 পয়েন্ট তোলার পর কলকাতাকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ম্যাচের দিকে। তবে আসন্ন দুই ম্যাচের একটিতেও হারলে আর রক্ষে নেই রাহানেদের! এবার আসা যাক নতুন অঙ্কে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার একেবারে প্রথমে থাকা গুজরাত ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট বর্তমানে 16। কাজেই তাদের টপকে যাওয়া অসম্ভব। অন্যদিকে 3 নম্বরে থাকা পাঞ্জাবের পয়েন্ট এখন 15, অর্থাৎ তাদের টপকানোও প্রায় অসম্ভব। বাকি থাকলো মুম্বই ও দিল্লি।
অবশ্যই পড়ুন: DRDO-র কামালেই নিখুঁত হামলা, পাকিস্তানে লঙ্কাকাণ্ড বাধিয়েছে ভারতে তৈরি এই ড্রোন
এই দুই দলের হারের ওপর নির্ভর করবে কলকাতার প্লে অফ। খোলসা করে বলতে গেলে, মুম্বইয়ের এখনও দুই ম্যাচ বাকি আছে। পাঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে এই দুই আসরের দুই ম্যাচেই হারতে হবে পান্ডিয়াদের, তবেই প্লে অফের রাস্তায় হাঁটতে পারবে কলকাতা। অন্যদিকে দিল্লির ক্যাপিটালসের এখনও 3 ম্যাচ বাকি রয়েছে। কলকাতাকে প্লে অফে দেখতে হলে দিল্লিকেও অন্তত বাকি দুটি ম্যাচে হারতে হবে। তবেই দিল্লির পয়েন্ট হবে 15। আর এই সূত্রেই নেট রান রেট চাঙ্গা থাকলে প্লে অফের দৌড়ে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |