বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে শেষ পর্যন্ত সে অর্থে ঘুরে দাঁড়াতে পারল না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শনিবার বেঙ্গালুরুতে মুষলধারে বৃষ্টির কারণে ভেস্তে যায় কলকাতা নাইট রাইডার্স বনাম RCB-র গুরুত্বপূর্ণ ম্যাচ।
আর সেই সাথেই প্লে অফের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় শাহরুখ খানের কলকাতার। কিন্তু তা সত্ত্বেও আচমকা নতুন ক্রিকেটারকে সই করিয়ে নিল KKR! এ কেমন সিদ্ধান্ত? IPL থেকে ছিটকে গিয়েও কেন নতুন প্লেয়ার নিলেন অজিঙ্কা রাহানে?
স্বপ্নভঙ্গের পরও কেন নতুন প্লেয়ার নিল KKR?
গতকাল কলকাতাকে হারাতে পারেনি বেঙ্গালুরু। মূলত প্রকৃতির নিয়মেই হেরেছে নাইটরা। আর সেই সূত্রেই এ যাত্রার মতো শেষ হয়েছে প্লে অফের স্বপ্ন। তবে স্বপ্ন ভঙ্গের পরও নতুন প্লেয়ার কিনে নিল শাহরুখের দল। কিন্তু কেন? জানা যাচ্ছে, আগামী 25 মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে কলকাতার। মূলত সেই ম্যাচের জন্যই নতুন প্লেয়ার হিসেবে মধ্যপ্রদেশের স্পিনার শিবম শুক্লাকে দলে নিল কলকাতা।
বলা বাহুল্য, ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দফায় যোগ দেননি ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েল। আর সেই কারণেই রাসেল সতীর্থর পরিবর্তে 29 বছর বয়সী লেগ স্পিনারকে দলে নিয়েছে KKR। যদিও এক্ষেত্রে কাজ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম। নিশ্চয়ই ভাবছেন, কীভাবে IPL-র শেষের দিকে প্লেয়ার কিনল কলকাতা?
কী বলছে বোর্ডের নিয়ম?
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম বলছে, ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতি শিথিল হওয়ার পর যে সকল বিদেশি ক্রিকেটাররা ভারতে আসতে পারছেন না, তাঁদের পরিবর্তে বিকল্প খেলোয়াড় নিতে পারবে IPL দলগুলি। তবে শর্ত একটাই, যে সকল প্লেয়াররা বিকল্প হিসেবে যোগ দিচ্ছেন, তাঁরা শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রার বাকি ম্যাচগুলিতেই অংশগ্রহণ করতে পারবেন।
সেক্ষেত্রে আগামী বছরের জন্য তাঁরা দলে থাকতে পারবেন না। আর সেই নিয়মকে এগিয়ে রেখেই রবিবার সমাজমাধ্যমে মধ্যপ্রদেশের শিবমকে সই করানোর কথা জানিয়েছে KKR কর্তৃপক্ষ। মূলত রহস্য স্পিনার বলে সমর্থকদের কাছে তাঁর পরিচয় দিয়েছে কলকাতা
অবশ্যই পড়ুন: ভুল সিদ্ধান্তেই স্বপ্নভঙ্গ! IPL শেষ হলেই এই ৫ প্লেয়ারকে ছাঁটাই করবে KKR! তালিকায় বড় নাম
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে তেমন একটা অভিজ্ঞতা নেই শিবমের। প্রথম শ্রেণীর ক্রিকেট বা লিস্ট এ ক্রিকেটে খেলেননি তিনি। তবে মধ্যপ্রদেশের হয়ে সৈয়দ মোস্তাক আলি ট্রফির 8টি ম্যাচে আছে অংশ নিয়েছিলেন তিনি। আর সেই আসরেই তুলে নিয়েছিলেন 8 উইকেট। তাঁর সেরা বোলিং পারফরমেন্স 29 রানে 4 উইকেট। আর সেই ফর্ম দেখেই মধ্যপ্রদেশের এই ক্রিকেটারকে নিয়ম রক্ষার ম্যাচের আগে দলে নিল KKR।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |