দাম দেয়নি BCCI, এবার বিদেশে খেলতে যাচ্ছেন KKR-র এই প্রাক্তন প্লেয়ার

Published on:

Indian cricketer KS Bharat is going to play in England despite being Neglected

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঋষভ পন্থের প্রত্যাবর্তনের পরই ভারতীয় দল থেকে বাদ পড়েন তিনি। শেষবারের মতো গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নেমেছিলেন, এরপর আর তাঁর দিকে ঘুরেও তাকায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গত নভেম্বরে IPL 2025 অকশনেও তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে 10 ফ্রাঞ্চাইজি। এবার সেই ভারতীয় ক্রিকেটারই খেলতে যাচ্ছেন বিদেশে। হ্যাঁ, কলকাতার নাইট রাইডার্সের হয়ে ব্যাট ধরা ভারতীয় ক্রিকেটার কে এস ভরত এবার খেলবেন ইংল্যান্ডের 2025 সারে চ্যাম্পিয়নশিপে (2025 Surrey Championship)। ইতিমধ্যেই ডুলউইচ ক্রিকেট ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই প্রাক্তন নাইট তারকা।

চরম উপেক্ষিত হয়েই বিদেশে খেলতে যাচ্ছেন ভরত?

শেষবারের মতো 2024 সালে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন কে এস ভরত। এরপর পন্থ ফিরতেই তাঁকে বিশ্রামে পাঠায় ম্যানেজমেন্ট। এরপর থেকে আর ভারতীয় দলের ডাক পড়েনি প্রাক্তন নাইট তারকার। আশা ছিল, পরবর্তীতে টেস্ট সিরিজে বিকল্প হিসেবে তাঁকে দলে টানবে বোর্ড, তবে সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দীর্ঘদিন জাতীয় দলে চরম উপেক্ষিত হয়ে শেষ আশা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে আসন্ন মরসুমে ভারতকে দলে নেয়নি কোনও IPL ফ্রাঞ্চাইজি। ফলত, শেষ সুযোগও হাতছাড়া হওয়ায় এবার ইংল্যান্ডের সারে চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছেন এই ভারতীয় ক্রিকেটার। সূত্র বলছে, ইতিমধ্যেই ইংল্যান্ডের ডুলউইচ ক্রিকেট ক্লাবের সাথে চুক্তি শেষ হয়েছে ভরতের। কাজেই IPL চলাকালীন ইংল্যান্ডে থাকবেন ভরত।

ভরতের ক্রিকেট কেরিয়ার

ভারতীয় টেস্ট দলের হয়ে খেলা কে এস ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ার বেশ চমকে দেওয়ার মতো। ভারতীয় ক্রিকেটারের বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত 105টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়ে 5,686 রান করেছেন ভরত। সেই সাথে রয়েছে 10টি সেঞ্চুরি ও 32টি হাফ সেঞ্চুরির রেকর্ড। এই ভারতীয় ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ারের সূত্রপাত হয়েছিল 2023 সালে ভরত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের হাত ধরে।

বলে রাখি, ভারত এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে 7টি টেস্টে অংশ নিয়ে 20.9 গড়ে 221 রান করেছেন। সেই সাথে রয়েছে 1টি হাফ সেঞ্চুরি। বলে রাখা ভাল, মোট 7টি টেস্ট ম্যাচে ভাল ব্যাটিং করার পাশাপাশি 18টি ক্যাচ ও 1 ব্যাটারকে স্টাম্প করেছেন ভরত।

অবশ্যই পড়ুন: ‘২১৪ জওয়ানকেই নিকেশ করা হয়েছে!’ পাকিস্তানের মিথ্যাচার নাকোচ করে দাবি BLA-র

KKR-এর হয়েও খেলেছেন কে এস ভরত

ভারতের এই তরুণ ক্রিকেটার 2024 IPL অকশনে 50 লাখের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে জায়গা পেয়েছিলেন। তবে KKR-এ খেলার আগে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন ভরত। এই প্রসঙ্গে বলে রাখি, অন্ধ্রপ্রদেশের হয়ে খেলা ভারত 2021 সালে তাঁর IPL কেরিয়ার শুরু করেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group