আজ পর্যন্ত পারেনি কেউ! পাকিস্তানের ঘর ভেঙে এশিয়া কাপে ইতিহাস তৈরি করলেন কুলদীপ

Published on:

Kuldeep Yadav creates history in India Vs Pakistan Match Asia Cup 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। তাই এশিয়া কাপে সুযোগ পেয়েই নিজের গুরুত্ব বোঝাচ্ছেন টিম ইন্ডিয়ার দাপুটে বোলার কুলদীপ যাদব। রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক হয়েছেন তিনিই। এদিন, একার হাতে পাক শিবিরে ধস নামিয়েছিলেন কুলদীপ। তুলে নিয়েছিলেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর স্পেল এতটাই কার্যকর ছিল যে, পাকিস্তানের পুরো মিডল অর্ডারকে গতকাল অসহায় দেখাচ্ছিল। তবে এই ম্যাচে কুলদীপ এমন এক কীর্তি গড়েছেন যা এশিয়া কাপের ইতিহাসে আগে কখনও ঘটেনি (Kuldeep Yadav Creates History)।

পাকিস্তানের ঘর ভেঙে ইতিহাস গড়লেন কুলদীপ!

ভারতের হয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই দাবানলের গতিতে UAE ব্রিগেডের একের পর এক উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। পাকিস্তানের বিরুদ্ধে সম সংখ্যক না হলেও 18 রান খরচ করে তিন বড় ব্যাটসম্যানকে বিদায় দিয়েছেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার। আর তাতেই তৈরি হয়েছে নতুন ইতিহাস।

এদিন দুবাইয়ের মাঠে কুলদীপের ঘূর্ণির জোরের কাছে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। বলা বাহুল্য, পাক দলের 3 উইকেট নেওয়ার সাথে সাথেই টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে কুলদীপ যাদব প্রথম এবং একমাত্র বোলার হয়ে উঠেছেন, যিনি দুই ম্যাচে 3 বা তার বেশি উইকেট তুলেছেন। হ্যাঁ, এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে 2.1 ওভারে মোট 4 উইকেট তুলেছিলেন ভারতের এই দাপুটে স্পিনার। না বললেই নয়, রবিবার পাক দলের বিরুদ্ধে নিজের জাদু দেখিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন কুলদীপই।

অবশ্যই পড়ুন: পাকিস্তান বধ করে পয়েন্ট তালিকার চেহারাই বদলে দিল ভারত, সুপার ফোরে যাচ্ছে এই ২ দল!

প্রসঙ্গত, দলের ব্যাটিং লাইন আপ দুর্বল, সেটা জানা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আঘা। আর সেই পথ ধরেই নিজদের বোলিংয়ের জাদু দেখানোর সুযোগ পেয়ে যায় টিম ইন্ডিয়ার ছেলেরা। এদিন, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের হাতে উইকেট তুলে দিয়ে 128 রানের লক্ষ্য বাঁধে পাকিস্তান। জবাবে 7 উইকেট হাতে রেখে 16 ওভার পূর্ণ হওয়ার আগেই ম্যাচ পকেটে পুরে নেয় সূর্যকুমার যাদবের ভারত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥