বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট কাটিয়ে দীর্ঘ 3 মাস পর অনুশীলনে ফিরেছেন টিম ইন্ডিয়ার তুরুপের তাস কুলদীপ যাদব (Kuldeep Yadav)। আর এই অপ্রত্যাশিত ঘটনা চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘটায় খুশির জোয়ার এসেছে সমর্থক মহলে। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে না হলেও আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ইংলিশ বাহিনীর বিপক্ষে ওডিআই সিরিজের জন্য নিজস্ব অস্ত্র ঝালিয়ে নিচ্ছেন কুলদীপ। কাজেই সম্পূর্ণ ফিট হয়ে কুলদীপ যদি আসন্ন টুর্নামেন্ট গুলিতে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।
অস্ত্রোপচারের পর দলে ফিরতে মরিয়া কুলদীপ!
গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের পর কুঁচকির চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন কুলদীপ। একই কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার মাটিতেও বর্ডার গাভাস্কার সিরিজ খেলা হয়নি তাঁর। চোট জর্জরিত হয়ে বহুদিন 22 গজের বাইরে থাকায় হতাশা গ্রাস করে বসেছিল ভারতীয় তারকাকে। শেষ পর্যন্ত বিপদ এড়াতে জার্মানিতে হয় অস্ত্রপচার। এরপর বেশ কিছুটা সময় কাটিয়ে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব করিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ২০৩০-র আগে ভাগ্যের চাকা ঘুরবে না বাংলার সরকারী কর্মীদের! DA বৃদ্ধি নিয়ে বড় বয়ান
অবশেষে চোট যন্ত্রণা কাটিয়ে মাঠে ফিরেছেন কুলদীপ। চলছে পুরোদস্তুর অনুশীলন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নেট প্র্যাকটিসের ভিডিও পোস্ট করেছেন ভারতীয় তারকা। যেখানে দেখা যাচ্ছে, বল হাতে উইকেট শিকারির খিদে মেটাচ্ছেন কুলদীপ। দীর্ঘদিন মাঠের বাইরে থেকে সমাজ মাধ্যমের দৌলতে নিজের বাঁ হাতের জাদু ভক্তদের কাছে পৌঁছে দিয়েছেন কুলদীপ। খেলোয়াড়ের বল ছোড়ার ভঙ্গি ও নেট কসরত দেখে মনে হচ্ছে ভারতীয় দলে ফের জায়গা করতে মরিয়া তিনি। অনেকেই বলছেন, মূলত চ্যাম্পিয়নস ট্রাফিকে পাখির চোখ করেই নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন কুলদীপ।
View this post on Instagram
ভারতের স্পিন অ্যাটাকের জন্য গুরুত্বপূর্ণ কুলদীপ
বর্তমানে ভারতীয় দলের যা অবস্থা তাতে কুলদীপ যাদবের দলে ফেরা আবশ্যিক হয়ে পড়েছে। সম্প্রতি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বয়সের কারণে খুব একটা ছন্দে নেই অপর অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজাও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির হাল ধরতে পারবেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলরা। তবে ফাস্ট বোলিংয়ে যেমন বুমরাহ, ঠিক তেমনই জাতীয় দলের স্পিন বিভাগের অন্যতম স্তম্ভ অশ্বিন।
আরও পড়ুনঃ বিশ্বে প্রথম ‘কার্বন ক্রেডিট কার্ড’ চালু করছে পশ্চিমবঙ্গ সরকার, মিলবে একাধিক সুবিধা
তাই তাঁকে ছাড়া ভারতের স্পিন অ্যাটক ভাবাই যায় না। পরিস্থিতি যখন এমন ঠিক সেই মোক্ষম সময়ে, কুলদীপ যাদবের মাঠে ফেরার খবর আশার আলো জুগিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। কারণ, কুলদীপই একমাত্র স্পিনার যিনি বর্তমান পরিস্থিতিতে ভারতকে সব ধরনের ফরম্যাটে বাঁচিয়ে রাখতে পারবেন। তাই এখন দলে তাঁর গুরুত্ব যথেষ্ট ভারী।
অবশ্যই পড়ুন: তিন মাস পর অবশেষে সুখবর ইস্টবেঙ্গল শিবিরে
কুলদীপ যাদবের পারফরমেন্স
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সি গায়ে প্রায় প্রতিবার জ্বলে উঠেছেন কুলদীপ যাদব। তাঁর ম্যাচ পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে 159টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে 297টি উইকেট তুলেছেন কুলদীপ। ভেঙেছেন বহু গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব। প্রতিটি ম্যাচেই কমপক্ষে 22.50 গড়ে বোলিং করে উইকেট নিয়েছেন যাদব। সেই সাথে সবচেয়ে কম রান দিয়ে বেশি উইকেট নেওয়ার দক্ষতাও রয়েছে তাঁর।
আরও পড়ুনঃ দু’বছরে ১৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ, কলকাতায় অফিস খুলল ৬ লক্ষ চাকরি দেওয়া IT কোম্পানি
কুলদীপের সেরা বোলিং ফিগার 25 রানে 6 উইকেট। হ্যাঁ, এখানেই শেষ নয়, এমন অসাধ্য সাধন বহুবার ঘটেছে কুলদীপের হাত ধরে। তিনি মোট 8 বার 5 উইকেট নেওয়ার নজির গড়েছেন। কাজেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে হোক কিংবা চ্যাম্পিয়নস ট্রফির দীর্ঘ টুর্নামেন্ট, কুলদীপ যদি ভারতীয় দলে এখনই কামব্যাক করেন সেক্ষেত্রে 300 উইকেটের মাইল ফলক স্পর্শ করাটা তাঁর জন্য খুব একটা কঠিন হবে না।