প্রীতম সাঁতরা, কলকাতাঃ মাঠে আনোয়ার আলির (Anwar Ali) পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সব ম্যাচেই গোল খাচ্ছে ইস্টবেঙ্গল এফসি। চলতি ইন্ডিয়ান সুপার লিগে ছয় ম্যাচ খেলেছে দল, যার মধ্যে সব ম্যাচ হেরে পয়েন্ট তালিকার একেবারে শেষে মশাল বাহিনী। আনোয়ারকে রেখেই দল সাজানো হচ্ছে, তবুও গোল আটকানো যাচ্ছে না।
আনোয়ার আলিকে নিয়ে নয়া আপডেট
এরই মধ্যে তাঁকে নিয়ে রয়েছে আপডেট। মাঠের বাইরেও ভারতের এই তরুণ সেন্টার ব্যককে চাপ সামলাতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, আনোয়ার আলি মামলার দুটি শুনানির তারিখ আসন্ন। ফেডারেশন প্লেয়ার স্টেটাস কমিটির শুনানি ২৩ অক্টোবর ও দিল্লির উচ্চ আদালতে শুনানি আগামী ৮ নভেম্বর রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে।
দল বদল নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে
আনোয়ার আলি ইস্টবেঙ্গল এফসির হয়ে খেললেও তাঁর দল বদল নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে আরও দাবি করা হয়েছে, ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি কী রায় দেয় না সিদ্ধান্ত গ্রহণ করে, সে ব্যাপারে গুরুত্ব আরোপ করতে পারে দিল্লি হাইকোর্ট। প্রাথমিকভাবে ফেডারেশনের কমিটি আনোয়ার আলি সহ ইস্টবেঙ্গল এফসিকে দল বদল সংক্রান্ত নিয়ম ভঙ্গ করার জন্য দোষী সাব্যস্ত করেছিল।
তাহলে ইস্টবেঙ্গলের হয়ে আনোয়ার খেলছে কী করে?
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে করা হয়েছিল পৃথক মামলা। তারপর আনোয়ারকে নির্বাসন সংক্রান্ত সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এবং ইস্টবেঙ্গল এফসির হয়ে খেলার ব্যাপারে ছাড়পত্র পেয়ে যান আনোয়ার আলি। তারপরেই লাল হলুদ জার্সি পরে নামেন মাঠে। ইস্টবেঙ্গল এফসিও আনোয়ারকে মাঠে নামানোর ক্ষেত্রে ছাড়পত্র পেয়ে যায়।