হাবাস ইস্টবেঙ্গলে? লাল-হলুদের নতুন কোচ নিয়ে এল আপডেট

Published on:

antonio lopez habas east bengal fc

সিনিয়র দলের জন্য নতুন হেড কোচের সন্ধানে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। বিদায় জানিয়েছেন কার্লস কুয়াদ্রাত (Carles Cuadrat)। আপাতত অন্তরবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিনো জর্জ। কুয়াদ্রাতের জায়গায় ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট কাকে নিয়োগ করে এখন সেটাই দেখার। ভেসে উঠেছিল এন্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নাম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইস্টবেঙ্গলে কোচ জল্পনা

ইস্টবেঙ্গলের সম্ভাব্য নতুন হেড কোচ হিসেবে একাধিক বিদেশির নাম ভেসে উঠেছিল। জল্পনায় থাকা অধিকাংশ প্রশিক্ষক ইন্ডিয়ান সুপার লিগে কোচিং করিয়েছেন। যেমন লোপেজ হাবাস। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল কোচ তিনি। এটিকের পর মোহনবাগান সুপার জায়ান্টের হয়েও জিতেছেন ট্রফি। গত মরশুমে বাগানে এনে দিয়েছিলেন সুপার কাপ। নতুন মরশুমের আগে তাঁর সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের সম্পর্ক ছিন্ন হয়।

হাবাস কি আদৌ ক্লাব বদল করবেন?

ময়দানের একাংশের দাবি, হাবাসকে নিয়োগ করার ব্যাপারে আগ্রহী ছিলেন লাল হলুদ কর্তারা। কিন্তু হাবাস এখন যুক্ত রয়েছেন আই লিগের দল ইন্টার কাশীর সঙ্গে। মরশুম শুরু হতে না হতেই অভিজ্ঞ স্প্যানিশ কোচ ক্লাব বদল করবেন কি না সে ব্যাপারে শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছিল। ময়দানে জল্পনার জল যে অনেক দূর গড়ায় সেটা বলার অপেক্ষা রাখে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন ইস্টবেঙ্গলে যোগ দেবেন না হাবাস?

হাবাসের ইস্টবেঙ্গলে যোগ না দেওয়ার আরও একটা কারণ হিসেবে বলা হচ্ছে, দীর্ঘমেয়াদি ভাবনা নিয়েই তাঁকে দায়িত্ব দিয়েছে ইন্টার কাশী। ইন্টার কাশীর সঙ্গে স্পেনের নামকরা ক্লাব এথলেটিকো মাদ্রিদের যোগ রয়েছে। ফলত এতো তাড়াতাড়ি নতুন কাজ ফেলে হাবাস অন্য কোনও ক্লাবের দায়িত্ব নেবেন কি না সে ব্যাপারে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইন্টার কাশীও তাঁকে ছাড়তে চাইবে কি না সেটাও দেখার বিষয়।

লেটেস্ট আপডেট

 

মঙ্গলবার সন্ধ্যার আপডেট অনুযায়ী, লোপেজ হাবাস এখনই হয়তো ইস্টবেঙ্গল এফসির কোচ হচ্ছে না। কলকাতার ক্লাবের পক্ষ থেকে উৎসাহ দেখানো হলেও আলোচনা ইতিমধ্যে ভেস্তে গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। হাবাস না এলে লাল হলুদের সিনিয়র দলের দায়িত্ব কে নেবেন? আপাতত এই প্রশ্ন থেকেই যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group