চ্যাম্পিয়নস ট্রফি জয়ের মাঝেই টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ! প্রয়াত কিংবদন্তি অলরাউন্ডার

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের (Legendary Indian Cricketer) মৃত্যু। প্রয়াত হয়েছেন ভারতের নামজাদা ক্রিকেটার সৈয়দ আবিদ আলি। মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর। জাতীয় দলের হয়ে বহুবার ব্যাট ধরেছেন তিনি। প্রাক্তন খেলোয়াড়ের গোছানো ক্রিকেট মুগ্ধ করেছে বহু ক্রিকেটপ্রেমীকে। বুধবার সেই ভারতীয় মহারথী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পরলোক গমন করেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতীয় ক্রিকেটে নক্ষত্রপতন

নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে মনসুর আলি খান পতৌদি, আব্বাস আলিদের সাথে চুটিয়ে ক্রিকেট খেলেছেন আবিদ। জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে বাড়তি বেগ পেতে হচ্ছিল ভারতীয় কিংবদন্তিকে।

শেষমেষ বুধবার জীবনের লড়াইয়ে আত্মসমর্পণ করেন আবিদ। সূত্রের খবর, আমেরিকায় থাকাকালীন মৃত্যু হয়েছে তাঁর। গতকাল সেই খবর জানিয়েছে নর্থ আমেরিকা ক্রিকেট লিগ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সৈয়দ আবিদ আলির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন

গতকাল আচমকা আবিদ আলির মৃত্যুর খবর ভেসে আসে সমাজ মাধ্যমে। নর্থ আমেরিকা ক্রিকেট লিগের ফেসবুক পেজ থেকে ভারতীয় তারকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে লেখা হয়, শ্রদ্ধা ও মর্মাহত হৃদয়ের সাথে জানাতে হচ্ছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৈয়দ আবিদ আলি ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন।

এদিন খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি স্বর্গীয় ক্রিকেট তারকার সম্পর্কে নর্থ আমেরিকা ক্রিকেট লিগের পক্ষ থেকে জানানো হয়, সৈয়দ আবির আলির ক্রিকেট সত্যিই অনুপ্রেরণা যোগায়। নর্থ আমেরিকা ক্রিকেট লিগ তাঁর কাছে গভীরভাবে ঋণী। আমরা তাঁর প্রতিটি স্মৃতিকে সম্মান জানাই।

আবিদ আলির কেরিয়ার

1967 সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের হাত ধরে ভারতীয় দলে অভিষেক হয় আবিদের। সেবার কেরিয়ারের একেবারে প্রথম ইনিংসে 55 রানে 6 উইকেট তুলে সেরা বোলিং পরিসংখ্যান গড়েছিলেন। সেই সাথে সিরিজের একেবারে শেষ লগ্নে সিডনি টেস্ট চলাকালীন 78 ও 81 রানের বড় ইনিংস খেলেছিলেন ভারতের এই অলরাউন্ডার।

খেলোয়াড়ের ম্যাচ পরিসংখ্যান বলছে, 1967 সাল থেকে 1974 সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে 29টি টেস্টে অংশ নিয়ে 1,018 রান করেছিলেন আবিদ। ভারতের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি বোলার হিসেবেও দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। টেস্টে দলকে 47টি উইকেট উপহার দিয়েছেন আবিদ আলি।

আবিদ আলির বিরল কৃতিত্ব

খেলোয়াড় তাঁর ক্রিকেট কেরিয়ারে দলের হয়ে বিরল কীর্তি গড়েছেন। আবিদ আলির কৃতিত্বের মধ্যে রয়েছে, 1968 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি, ঘরের মাঠে পরের বছর 3টি ও 1971 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি ম্যাচ সহ বেশ কয়েকটি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই ওপেনিং করেছেন আবিদ। যা ভারতীয় ক্রিকেটে সত্যিই বিরল।

অবশ্যই পড়ুন: ট্রেন হাইজ্যাক করে পাকিস্তান, চিনকে ডেডলাইন দিল BLA! ক্ষতির মুখে জিনপিংয়ের স্বপ্নের প্রকল্প

আবিদ আলির ঘরোয়া ক্রিকেট

বেশ কয়েকটি রিপোর্ট বলছে, ঘরোয়া পর্যায়ে, মোট 212টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 8,732 রান তুলেছিলেন আবিদ। বলে রাখি, এই ম্যাচ গুলির মধ্যে সর্বোচ্চ 173 রানের অপরাজিত ইনিংস রয়েছে আবিদের। সেই সাথে ঘরোয়া ক্রিকেটে অনবদ্য বোলিং পরিসংখ্যান সহ তাঁর উইকেট সংখ্যা 397। বল বাহুল্য, ভারতীয় ক্রিকেটের বিরাট নক্ষত্র তথা আবিদ চলে গেলেও তাঁর ক্রিকেট প্রতিভা আজও সকলের হৃদয়ে অনড়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group