Indiahood-nabobarsho

৬ ইনিংসে ৫টি সেঞ্চুরি, আগুনে ফর্মে প্রাক্তন KKR তারকা! ভূয়সী প্রশংসা সচিনের

Published on:

Legendary indian cricketer sachin tendulkar praised former kkr star karun nair

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একজন কিংবদন্তি খেলোয়াড় যখন করাও প্রশংসা করেন, তার নেপথ্যে থাকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কারণ। চলতি বিজয় হাজারে টুর্নামেন্টে সেই সব কারণকে সামনে রেখেই বুক চিতিয়ে লড়াই করেছিলেন বিদর্ভের অধিনায়ক তথা প্রকান্ত কলকাতা নাইট রাইডার্স তারকা করুণ নায়ার (Karun Nair)। টুর্নামেন্টটিতে তাঁর বিধ্বংসী পারফরমেন্স নজর কেড়েছে সকলের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বলা ভাল, নায়ারের হাত ধরেই প্রথমবারের মতো বিজয় হাজারের ফাইনালে উঠেছে বিদর্ভ। যার জেরে ভারতীয় ক্রিকেটারের সাফল্য প্রশংসিত হয়েছে ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম মাস্টারমাইন্ড ওরফে প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের গলায়। KKR-র এই প্রাক্তন ব্যাটসম্যানের পারফরমেন্স দেখে তাঁর ভক্ত হয়ে গিয়েছেন সচিন।

বিধ্বংসী মেজাজে করুণ নায়ার

চলতি বিজয় হাজারে টুর্নামেন্টে জ্বলে উঠেছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান তথা প্রাক্তন নাইট তারকা করুণ নায়ার। টুর্নামেন্টটিতে উইকেট ধরে রেখে এখনও পর্যন্ত 542 রান করেছেন নায়ার। লিস্ট এ ক্রিকেটে তাঁর রেকর্ড আকাশ ছোঁয়া। ক্রিকেটের এই ঘরানায় সবচেয়ে বেশি অপরাজিত থেকে রান করার রেকর্ড রয়েছে তাঁর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চলমান বিজয় হাজারে ট্রফি মরসুমে তাঁর দাপুটে ব্যাটিং নজর এড়ায়নি কারোরই। বিজয় হাজারের এই মরসুমে নায়ারের পারফরমেন্স তৃতীয় সেরা হয়েছে। মনে করা হচ্ছে, প্রাক্তন KKR তারকা যে গতিতে এগোচ্ছেন তাতে চলতি টুর্নামেন্টের সর্বাধিক রানকারী ব্যাটসম্যান হয়ে উঠতে তাঁর আর খুব একটা বেশি সময় লাগবে না।

নায়ারের প্রশংসায় পঞ্চমুখ সচিন

বিদর্ভ অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন যোদ্ধা করুণ নায়ারের সাম্প্রতিক পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটারের গোছানো ক্রিকেট তাঁর এতটাই পছন্দ হয়েছে যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নায়ারকে নিয়ে পোস্ট করে বসেছেন তেন্ডুলকর। X পোস্টে সচিন লিখেছেন, 7 ইনিংসে 5টি সেঞ্চুরি সহযোগে 752 রান করাটা অসাধারণ অর্জনের থেকে কিছু কম নয়। এটা এমনই এক রেকর্ড যা সহজে তৈরি করা সম্ভব না। এই ঘটনা দীর্ঘ কাহিক পরিশ্রম এবং একটানা ফোকাসের ফল। শক্তভাবে এগিয়ে যান এবং প্রতিটি সুযোগের সঠিক ব্যবহার করুন।

অবশ্যই পড়ুন: জেতা ম্যাচ হাতছাড়া মোহনবাগানের, এই প্লেয়ারকে ভিলেন বানালেন সমর্থকরা

করুণ নায়ারের পারফরমেন্স

8 বছরেরও বেশি সময় ধরে জাতীয় দল থেকে বিচ্ছিন্ন নায়ার। শেষ বারের মতো 2017 সালে একটি টেস্ট ম্যাচে ভারতের অংশ হয়েছিলেন বিদর্ভের অধিনায়ক। এরপরই ঘরোয়া ক্রিকেটে নিজেকে পাকাপাকিভাবে বসিয়ে নেন করুণ। চলতি বিজয় হাজারে টুর্নামেন্টে 6 ইনিংসের 5টিতেই সেঞ্চুরি গড়েছেন নায়ার। হাত ফসকেছে শুধু মহারাষ্ট্রের ম্যাচ। এখনও পর্যন্ত মাত্র 7 ম্যাচে 752 রানের বড় রেকর্ড গড়ে ফেলেছেন নায়ার। বলে রাখি, চলতি টুর্নামেন্টে 5টি সেঞ্চুরি এবং 1টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ মোবাইল পেলে তিন বছর নিষিদ্ধ! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফের কড়া নিয়ম মধ্যশিক্ষা পর্ষদের

ফাইনালে বিদর্ভের হয়ে আরও 1টি সেঞ্চুরি করতে পারলে বর্তমান বিজয় হাজারে টুর্নামেন্ট মরসুমে সর্বাধিক শত রানের রেকর্ডে জড়িয়ে ফেলবেন নিজেকে। বলা বাহুল্য, 2021 IPL মরসুমে কলকাতা নাইট রাইডার্স দলে জায়গা হয়েছিল নায়ারের। তবে সেবারের মরসুম শেষ হতে না হতেই তড়িঘড়ি তাঁকে দল থেকে ছেঁটে ফেলে শাহরুখের ম্যানেজমেন্ট। KKR ছাড়াও দিল্লি, পাঞ্জাব ও রাজস্থানের মতো IPL দলগুলিতে খেলার সৌভাগ্য হয়েছিল সচিন প্রিয় ক্রিকেটারের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group