শেষ বেলায় পৌঁছেছে IPL! এরই মধ্যে প্রয়াত নিউজিল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার

Published on:

Legendary New Zealand cricketer Death

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণ। শুক্রবার গুজরাতকে বিদায় জানিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে জায়গাটা আরও শক্ত করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। আগামীকাল অর্থাৎ রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অংশ নেবে আম্বানির দল। এহেন আবহে, IPL 2025 সিজনের শেষ বেলায় এল খারাপ খবর। প্রাণ হারালেন (Death) নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার।

IPL শেষের আবহে মারা গেলেন কিউই কিংবদন্তি

হঠাৎ এল খারাপ খবর! জানা যাচ্ছে, নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেট কোচ ডেভিড ট্রিস্ট 77 বছর বয়সে পৌঁছে মৃত্যুবরণ করলেন। জানিয়ে রাখি, এই ডেভিডের অধীনেই 2000 সালের ICC নকআউট ট্রফি অর্থাৎ বর্তমানের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবারের জন্য জয়ের স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। এই কিংবদন্তির কোচিংয়েই বহু যুদ্ধ জয়ের নজির গড়েছিল কিউই দল। এবার তাঁর মতোন একজন মহারথীকে হারাল বিশ্ব ক্রিকেট।

Legendary New Zealand cricketer Death

ডেভিডের কেরিয়ার

জানিয়ে রাখি, 1999 সালে নিউজিল্যান্ডের প্রধান কোচ হওয়ার আগে ক্যান্টারবেরিতে ফাস্ট বোলার হিসেবে 14 বছর খেলেছেন ট্রিস্ট। তবে কোচিং জীবন শুরুর পর নিউজিল্যান্ডের পাশাপাশি ক্যান্টারবেরি, দক্ষিণ আফ্রিকা, হংকং ও নেদারল্যান্ডসের মতো দলগুলির সাথে কাজ করেছিলেন তিনি। তবে নিউজিল্যান্ডের কোচ থাকাকালীন সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসেন এই বিরাট ব্যক্তিত্ব। কেননা, তাঁর হাত ধরেই প্রথমবারের জন্য কোনও বড় ICC শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: বর্ডার গার্ড বাংলাদেশের হাতে গ্রেফতার মালদার যুবতী! কেন গিয়েছিলেন ইউনূসের দেশে?

বলা বাহুল্য, 2000 সালে নাইরোবিতে ফাইনালে ক্রিস কেয়ার্নসের শত রানের দৌলতেই ভারতকে হারিয়ে চার উইকেটে ICC শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। আর সেখানেই ব্ল্যাক ক্যাপসেদে পথ দেখিয়েছিলেন তিনি। তবে হ্যাঁ, নিজের ক্রিকেট কেরিয়ারে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ট্রিস্ট। মূলত ক্যান্টারবেরির হয়ে 14 বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ফার্স্ট বোলার হিসেবে কাজ করেছিলেন এই স্বর্গীয় মহারথী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥