আসছেন না মেসি! আর্জেন্টিনা দলের ভারত সফর ঘিরে ধোঁয়াশা

Published:

Lionel Messi India Tour Argentina team will not come to India for friendly match
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসছেন না লিওনেল মেসি। না, কলকাতা সফর অর্থাৎ GOAT India Tour এর সাথে এই বিষয়টা একেবারেই সম্পর্কিত নয়। আসলে কেরলে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মেসির (Lionel Messi India Tour)। তবে শুধু মেসি নন, গোটা আর্জেন্টিনা দলই নাকি কেরলে অস্ট্রেলিয়ার সাথে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে। যেই খবর নিশ্চিত করেছিলেন কেরলের ক্রীড়া মন্ত্রী ভি আবদুরহিমান। সূত্রের খবর এবার সেই ম্যাচ কেরলের বদলে অন্য কোথাও আয়োজিত হতে পারে।

নভেম্বরে ভারতে খেলতে আসছে না আর্জেন্টিনা!

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরে কোচিতে আয়োজিত হওয়ার কথা ছিল আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। তবে ওই সময়ে মেসি সহ গোটা আর্জেন্টিনার দল ভারতে আসতে পারবে না। অন মনোরমার প্রতিবেদন বলছে, মেসির কেরল সফরকে কেন্দ্র করে ঢেলে সাজানো হয়েছিল জওহরলাল নেহেরু স্টেডিয়ামটি।

জানা গিয়েছে, মেসি আসছেন এ কথা জানার পর, প্রায় 70 কোটি টাকা খরচ করে ওই স্টেডিয়ামে বসানো হয়েছিল নতুন ফ্লাডলাইট। তৈরি হয়েছিল বেশ কিছু নতুন আসনও। নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কড়া। সূত্রের খবর, মেসির আগমনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দোকানগুলিও নভেম্বরে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এসব কিছুর মাঝেই এবার আসন্ন মাসে মেসি সহ আর্জেন্টিনা বাহিনীর ভারত সফর বাতিলের মুখে।

কিন্তু ঠিক কোন কারণে নভেম্বরে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসতে পারবে না আর্জেন্টিনা দল? আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানাচ্ছে, নভেম্বরে ঐতিহাসিক ম্যাচ আয়োজিত হওয়ার কথা থাকলেও আন্তর্জাতিক বিরতির কারণে নির্ধারিত সফরে বদল আসতে পারে। এ প্রসঙ্গে অতি পরিচিত সাংবাদিক গ্যাস্টন এডুল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, ‘অ্যাঙ্গোলার সাথে আর্জেন্টিনার ম্যাচ পুরোপুরি নিশ্চিত। তবে কেরলের ম্যাচ হয়তো বাতিল হতে পারে।’ মনে করা হচ্ছে, সময়সূচির চাপ কমাতেই কেরল সফরের বদলে মরক্কো কিংবা অন্য কোনও দেশে আয়োজিত হতে পারে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ।

এছাড়াও দীর্ঘ সফরের বদলে অল্প কয়েকদিনের সফরসূচি চাইছে আর্জেন্টিনা। হয়তো সে কারণেই ভারতের বদলে আফ্রিকান দেশে খেলতে চাইবে তারা। একই সাথে ফিফা আন্তর্জাতিক উইন্ডো চলাকালীন সমস্ত ফুটবলারদের ভ্রমণ সংক্রান্ত সমস্যা, ক্লান্তি এবং শারীরিক অবস্থার কথা চিন্তা করেও কেরলে বাতিল হতে পারে মেসির ম্যাচ। সেই সাথে আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার ভারত সফরে রাজি নাও হতে পারেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

অবশ্যই পড়ুন: মাত্র ৭৫ টাকায় বাংলা থেকে আসাম, রোজই চলে লোকাল ট্রেন, জানুন রুট

উল্লেখ্য, মেসির কেরল সফর বাতিল নিয়ে যখন চারিদিকে জল্পনা তুঙ্গে ঠিক সেই আবহে এমন খবরে কান দিতে চাইছেন না আয়োজকরা। তাঁদের একটা বড় অংশের দাবি, ‘এই খবর ভিত্তিহীন। আমাদের শেষ পর্বের প্রস্তুতি চলছে। টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারত সফরে আসবে আর্জেন্টিনার এ দল।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join