বিজয়ার আবহেই সুখবর, ডিসেম্বরে তিন দিনের ভারত সফরে মেসি

Published:

Lionel Messi India Tour Argentine footballer official statement
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শারদোৎসব শেষ। আরও একটা বছরের জন্য অপেক্ষা শুরু হল বাঙালির। আর ঠিক সেই আবহেই দশমীর দিন, ভারত সফরের কথা নিশ্চিত করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi India Tour)। দেশের মাটিতে পা রেখে কোথায় কোথায় যাবেন, কী কী করবেন, সবটাই জানিয়ে দিলেন লিও। সেই সঙ্গে 14 বছর পর আবারও ভারতে ফেরার অনুভূতিটাও ভাগ করে নিলেন তিনি।

লিওনেল মেসির ভারত সফর

বৃহস্পতিবার, দশমীর দিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে Goat কাপ এবং Goat কনসার্টে অংশগ্রহণ নিয়ে মুখ খোলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। সমাজ মাধ্যমের পৃষ্ঠায় লিও স্পষ্ট লিখলেন, ‘আগামী ডিসেম্বরে ভারতের মতো এমন সুন্দর দেশে সফর করার জন্য আমি সত্যিই খুব উত্তেজিত। এই সফরের অংশ হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। ভারত আমার কাছে খুবই স্পেশাল।

এদিন মেসি আরও লেখেন, ভারত একটি ফুটবল প্রিয় দেশ। এই খেলাটার জন্য আমার ভালোবাসার কথা যেমন ভাগ করে নেব, তেমনই নতুন প্রজন্মের ভারতীয় ফুটবলারদের দেখার জন্যও আমি মুখিয়ে রয়েছি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভারত সফর নিয়ে অনুভূতির কথা ভাগ করে নেওয়ার পাশাপাশি দেশের মাটিতে পা রেখে কোন কোন শহরে ঢু মারবেন সেটাও জানিয়ে দিয়েছিলেন লিও।

Lionel Messi India Tour Argentine footballer official statement

অবশ্যই পড়ুন: শুল্ক নিয়ে ট্রাম্পের গাজোয়ারির মাঝেই ভারতে আসছেন পুতিন! প্রকাশ্যে দিনক্ষণ

উল্লেখ্য, আগামী 13 ডিসেম্বর কলকাতায় পা পড়বে মেসির। শহরের বুকে নিজের মূর্তি উদ্বোধন সহ সমস্ত কর্মসূচির পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রদর্শনী ম্যাচের পর মুম্বই, দিল্লি, আহমেদাবাদ হয়ে দেশের অন্যান্য বেশ কিছু শহরে ভ্রমণ করতে পারেন আর্জেন্টাইন মহাতারকা। সূত্রের যা খবর, 3 দিনের সফরের মাঝে মুম্বইতে লিওর সাথে একই মঞ্চে দেখা যেতে পারে সচিন তেন্ডুলকর, শাহরুখ খান এবং মহেন্দ্র সিং ধোনিকেও। এছাড়াও ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করতে পারেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join