পুজোর পরেই শহরে আসছেন লিওনেল মেসি, তবে ইডেনে নয়! শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল

Published on:

Lionel Messi Kolkata Visit for goat concert in Salt Lake Stadium

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহরে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi Kolkata Visit)। তবে ইডেন গার্ডেন্স নয় বরং কলকাতার ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রাখবেন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিশ্বজয়ী হিসেবে দীর্ঘ 14 বছর পর যুবভারতীতে মেসির আগমনের কারণ গোট কনসার্ট। এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় আসছেন বিশ্বজয়ী ফুটবলার।

ইডেন গার্ডেন্সে আসার কথা ছিল লিওনেল মেসির?

রিপোর্ট অনুযায়ী, আগামী ডিসেম্বরে শহরে অনুষ্ঠিত হতে যাওয়া গোট কনসার্ট হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। সেই মতোই, ঠিক হয়েছিল ইডেনে পা রাখবেন আর্জেন্টিনিও মহাতারকা লিওনেল মেসি। তবে পূর্বনির্ধারিত ভেন্যু বদলেছে।

ইডেনের বদলে গোট কনসার্ট অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর সেই উদ্দেশ্যেই আগামী 12 ডিসেম্বর শহরে পা রাখবেন নামজাদা ফুটবলার লিওনেল মেসি। সূত্রের খবর, কলকাতায় এসে প্রথমেই 13 ডিসেম্বর যুবভারতীর গোট কনসার্টে অংশ নেবেন মেসি। সেখান থেকে নিজের মূর্তি উদ্বোধন করতে যাবেন লেকটাউনে। এরপর মেসির ভারত সফরের সময় অনুযায়ী আরও কিছু অনুষ্ঠান রয়েছে।

প্রধানমন্ত্রীর সাথেও দেখা করতে পারেন মেসি

রিপোর্ট অনুযায়ী, কলকাতায় সমস্ত অনুষ্ঠান শেষ করে মুম্বই, দিল্লি এমনকি আহমেদাবাদের বিশেষ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। শুধু তাই নয়, ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করতে পারেন মেসি। সব মিলিয়ে, মেসির ভারত সফর ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে উঠেছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: বাংলায় যা রোজগার তাতে সংসার চলে না! কাজের খোঁজে ফের হরিয়ানায় অটোচালকরা

প্রসঙ্গত, ইডেনের বদলে গোট কনসার্ট যুবভারতীতে হওয়ার অন্যতম কারণ লেকটাউন থেকে ইডেনের দূরত্ব। জানা যাচ্ছে, কলকাতায় মেসির থাকার কথা রয়েছে বাইপাস সংলগ্ন এক হোটেলে। যেখান থেকে লেকটাউন যাওয়ার পথেই পড়ে যুবভারতী।

ফলে মেসির হোটেল থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন কাছাকাছি হওয়ায় সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে গোট কনসার্ট। এদিকে অনুষ্ঠান ইডেনে করা হলে ঘুর পথে অনেকটা রাস্তা পেরিয়ে তবে কনসার্টে অংশ নিতে হতো মেসিকে। তাই দূরত্ব ও সময়ের কথা মাথায় রেখেই ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে কথা বলে অনুষ্ঠানের ভেন্যু হিসেবে যুবভারতীকে বেছে নেন আয়োজকরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥