বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ক্ষমতার জোরে জায়গা বুঝে নিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বর্তমানে এই দুই দলের মধ্যেই চলছে মহাযুদ্ধ। তবে এর আগে অর্থাৎ 2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (2023-25 World Test Championship) বল হাতে প্রতিপক্ষের একের পর এক উইকেট ভেঙে নতুন নতুন রেকর্ডে শান দিয়েছেন বিশ্বের বহু বোলার। যেই তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছেন 5 জন। হ্যাঁ, 2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সর্বাধিক উইকেট শিকারি 5 মহারথী। চেনেন তাঁদের? তালিকায় দুজন ভারতীয়।
সর্বোচ্চ উইকেট শিকারি বোলার
2023-25 বিশ্বকাপ চক্রে মূলত টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি বোলারদের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন ভারতের পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। বলে রাখি, এই দীর্ঘ সময়ে মোট 15টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 77টি উইকেট ভেঙেছেন বুমরাহ। যার মধ্যে 5 ইনিংসে 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।
দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি
2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সর্বোচ্চ ক্রিকেট শিকারি বোলারদের তালিকায় জসপ্রীতের পরেই নাম রয়েছে প্যাট কামিন্সের। হ্যাঁ, এখনও পর্যন্ত এই দীর্ঘ সময়ে 73টি উইকেট ভেঙে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছেন অজি তারকা। বলে রাখি, 2025 সাল পর্যন্ত 17টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে মোট পাঁচবার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন কামিন্স।
তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2023-25 সময়কালে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পেসার মিচেল স্টার্ক। এই দীর্ঘ সময়ের মধ্যে মোট 18টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 72টি উইকেট পেয়েছেন তিনি। এছাড়াও এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।
চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি
সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় 4 নম্বরে নাম রয়েছে আরও এক অস্ট্রেলিয়ান তারকা নাথান লিয়নের। এখনও পর্যন্ত 2023-25 সময়কালে মোট 16টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 66টি উইকেট তুলেছেন লিয়ন। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে এক ইনিংসে 5 বা তার বেশি উইকেট নিয়ে বড় কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।
অবশ্যই পড়ুন: মেশিনগান দিয়েই ৭২ কোটির চিনা যুদ্ধবিমান ধ্বংস! মিয়ানমারে মুখ পুড়ল বেজিংয়ের
তালিকার 5 নম্বরে কে?
2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবচেয়ে বেশি উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। অবসরের আগে পর্যন্ত মোট 14টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 63টি উইকেট ভেঙেছিলেন অশ্বিন। এছাড়াও পাঁচবার এক ইনিংসে 5 অথবা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ভারতীয়র।