বিয়ে হয়েছিল দু সপ্তাহও হয়নি, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল রোনাল্ডো সতীর্থর

Published:

Liverpool star Jota Diogo dies in car crash
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পর্তুগাল দলের অন্যতম সদস্য তিনি। দীর্ঘদিন খেলেছেন লিভারপুলের হয়েও। নতুন বৈবাহিক জীবন শুরু করেছিলেন দু সপ্তাহও হয়নি। তবে কথায় আছে মৃত্যু বলে কয়ে আসেনা।

এবার সেই প্রচলিত প্রবাদই ফের প্রমাণিত হল লিভারপুল তারকা তথা রোনাল্ডো সতীর্থ দিয়োগো জোটার ক্ষেত্রে। সদ্য ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লিভার পুলের এই তারকা ফুটবলারের। আর তারপরেই বিশ্ব ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।

সদ্য বিয়ে করেছিলেন জোটা

জানা যাচ্ছে, দীর্ঘদিনের সঙ্গিনী রুট কার্ডোসোর সাথে বৈবাহিক জীবনে পদার্পণ করেছিলেন গত 22 জুন। সেই স্মৃতি আজও দগদগে লিভারপুল তারকার ভক্তদের হৃদয়ে। তবে নতুন বৈবাহিক জীবনের দু সপ্তাহ পার হওয়ার আগেই নিজের জীবন সঙ্গিনীকে চিরকালের মতো বিদায় দিয়ে চলে গেলেন রোনাল্ডো সতীর্থ।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

একাধিক রিপোর্ট ও পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে জোটা এবং তাঁর ভাই আন্দ্রে ফিলিপ একটি ল্যাম্বরগিনিতে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এমতাবস্থায় হঠাৎ বাস্ট করে গাড়ির টায়ার। আর তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

রিপোর্ট অনুযায়ী, গাড়ির চাকায় আগুন ধরে যাওয়ায় ল্যাম্বরগিনির মধ্যেই অগ্নিদগ্ধ অবস্থায় মারা যান লিভারপুল তারকা জোটা ও তাঁর ভাই আন্দ্রে। বলা বাহুল্য, মৃত্যুর কিছুদিন আগেই নেশন্স লিগ জিতেছিলেন পর্তুগালের এই তারকা ফুটবলার।

অবশ্যই পড়ুন: Whatsapp থেকে কেনেন ৩০ টাকার লটারি, ভাগ্য বদলে গেল সুতির পরিযায়ী শ্রমিকের

শোক প্রকাশ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন

পর্তুগাল দলের দীর্ঘদিনের সৈনিক জোটার মৃত্যু সংবাদ পেতেই গভীর শোক প্রকাশ করেছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েঙ্কা। পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানান, দীর্ঘদিনের সঙ্গী, পর্তুগাল ফুটবল দলের অন্যতম সদস্য জোটা ও তাঁর ভাই আন্দ্রের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

দেশের হয়ে 50টিরও বেশি ম্যাচে পারদর্শিতার সাথে ফুটবল খেলেছেন তিনি। টিমমেটদের কাছে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। জোটার মৃত্যু মেনে নেওয়া যায় না। এই ঘটনা সত্যিই হৃদয়বিদারক।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join