চ্যাম্পিয়নস ট্রফিতে সবথেকে শক্তিশালী দল নিয়ে নামবে টিম ইন্ডিয়া, কেমন হবে প্রথম একাদশ?

Published on:

Here's a look at what india's playing xi could look like in the champions trophy 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাবতীয় সম্ভাবনাকে সত্যি প্রমাণ করে শনিবার রোহিত শর্মার নেতৃত্বাধীন 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফি। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোহিত শর্মাকে আসন্ন ICC টুর্নামেন্টে জাতীয় দলের দায়িত্ব দিয়ে সহ অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে।

WhatsApp Community Join Now

অন্যদিকে জল্পনা থেকে বহু দূরে থাকা প্রাক্তন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ারকে স্কোয়াডে রেখেছে ম্যানেজমেন্ট। দীর্ঘ সময় পেরিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামিও। তবে যে ঘটনাটি সবচেয়ে অবাক করেছে তা হলো, চোটের কারণে বিশ্রামে থাকা সত্ত্বেও জসপ্রীত বুমরাহকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির সদস্য তালিকা প্রকাশ করেছে BCCI।

এহেন আবহে, দলের প্রাথমিক সদস্য 15 হলেও চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা কোন 11 জনকে নিয়ে করা হবে, তা এখন সংশয়ে। তবে বেশ কিছু রিপোর্ট মারফত, টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ সম্পর্কে জানা গিয়েছে। রইল সেই তথ্য।

রোহিতের সাথে ওপেনিং করবেন এই তরুণ!

বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে শুভারম্ভ করতে চাইছে ভারতীয় দল। আগামী 20 ফেব্রুয়ারি টাইগারদের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে রোহিত বাহিনীর। সূত্র বলছে, ওপার বাংলার ছেলেদের বিপক্ষে ভারতের হয়ে উদ্বোধনী জুটি গড়বেন রোহিত শর্মা এবং শুভমন গিল।

ওয়ানডেতে বহুদিন এই দুই তারকার সফল অংশীদারিত্ব দেখেনি ভারতের সমর্থক মহল। তবে এর আগে বেশ কয়েকবার একদিনের ক্রিকেটে দলের হয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেছিলেন ভারতের দুই পরিচিত মুখ। ব্যর্থতা এড়িয়ে রোহিত-শুভমনের কাছ থেকে এবারেও তেমনই একটা শুরু পেতে চাইবেন ভক্তরা।

ভারতের মিডিল অর্ডার সামলাবেন কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়া!

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলিতে বিরাট কোহলির পছন্দকে গুরুত্ব দিয়ে তাঁকে 3 নম্বরে ব্যাট করানো হতে পারে। তবে মনে করা হচ্ছে কোহলিকে 3 নম্বরে পাঠিয়ে দলের মিডিল অর্ডারের দায়িত্ব তুলে দেওয়া হবে ভারতের দুই ধুরন্ধর ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুলের কাঁধে। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট এবং বিজয় হাজারে টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছেন হার্দিক। তাই তাঁর সাম্প্রতিক ফর্ম মাথায় রেখেই পান্ডিয়াকে মিডিল অর্ডারে ব্যাট করাতে চাইবেন রোহিত।

আরও পড়ুনঃ ‘বাগদান হয়নি’, রিঙ্কুর সঙ্গে মেয়ের বিয়ের গুঞ্জনের আসল সত্যি ফাঁস করলেন প্রিয়ার বাবা

প্রথম একাদশে জায়গা হতে পারে 5 বোলারের!

বোলারদের সাম্প্রতিক ফর্ম খতিয়ে দেখে তবেই তাঁদের আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির প্রথম একাদশে জায়গা দিতে চাইছে ম্যানেজমেন্ট। বেশ কয়েকটি সূত্র বলছে, চ্যাম্পিয়নস ট্রফির শুরুর দিকে ভারতের প্রথম একাদশে জায়গা হতে পারে 3 ধুরন্ধর স্পিনারের। বলা হচ্ছে, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজাকে দিয়ে বল করাতে পারেন রোহিত। একইভাবে যদি চোট কাটিয়ে বুমরাহর দলে ফেরা হয়, সেক্ষেত্রে বুমরাহ, শামি ও আর্শদীপদের নিয়ে গড়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশের ফাস্ট বোলিং ট্রিও। তবে এর কোনওটিই এখনও পর্যন্ত চূড়ান্ত নয়।

অবশ্যই পড়ুন: বুমরাহ খেলতে না পারলে টিম ইন্ডিয়ায় কে সুযোগ পাবেন? বিকল্প খুঁজে নিল BCCI

চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক ম্যাচগুলিতে ভারতের সম্ভাব্য একাদশ | Team India’s Possible Playing XI In Champions Trophy |

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা।

সঙ্গে থাকুন ➥
X