বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। গোটা বিশ্বে প্রায় প্রতিদিনই 22 গজের ময়দানে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড, সেই পথ ধরেই গুঁড়িয়ে যাচ্ছে বহু তাবড় তাবড় ক্রিকেটারের কীর্তি।
তবে এবার, কামাল দেখালেন বাংলাদেশের মাহেদি হাসান। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে 11 রান খরচ করে 4 উইকেট ভেঙেছেন পদ্মা পাড়ের এই অফ স্পিনার। আর তাতেই ভাঙল ভারতীয় কিংবদন্তি হরভজন সিংয়ের রেকর্ড।
বাংলাদেশি তারকার দাপুটে পারফরমেন্স
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষ্যে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আর সেখানেই নিজের কামাল দেখিয়েছিলেন ওপার বাংলার মাহেদি। এদিন লঙ্কানদের একের পর এক উইকেট ভেঙে নিজের ক্ষমতা জাহির করেছিলেন ওপারের তারকা।
বলা বাহুল্য, হাসানের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়িয়ে ব্যাট উঁচিয়ে রাজত্ব করার স্বপ্নটাই ভুলে গিয়েছিল শ্রীলঙ্কা। বুধবার, বাংলাদেশি অলরাউন্ডারের বলের মার প্যাঁচের কাছে মাথা ঝুঁকিয়ে 132 রানেই 7 উইকেট হারায় শ্রীলঙ্কা। আর সেই সূত্র ধরেই 4 উইকেটের দৌলতে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারের রেকর্ড ভেঙে দিলেন মাহেদি।
হরভজনের এই রেকর্ড ভেঙে দিলেন মাহেদি
বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে পারফরমেন্স দেখিয়ে 4 উইকেট তোলার পরই ভারতীয় কিংবদন্তি হরভজন সিংয়ের রেকর্ড গুঁড়িয়ে যায়! আসলে, 2012 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোর এই মাঠেই 12 রান খরচ করে 4 উইকেট ভেঙেছিলেন হরভজন।
তবে আপাতত সেই রেকর্ড অতীত। বুধবার মাত্র 11 রানেই কাজের কাজ করে দেখিয়েছেন মেহেদি। আর তাতেই প্রেমদাসা স্টেডিয়ামে বিদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা পারফরমেন্স দেখানো বোলার হয়ে উঠলেন তিনি।
Mahedi Hasan Breaks Harbhajan Singh’s Record As Bangladesh Clinch T20I Series vs Sri Lankahttps://t.co/f3tJ5Ec7XA
— CricketNDTV (@CricketNDTV) July 16, 2025
অবশ্যই পড়ুন: KKR-কে দু’বার IPL জেতানো রাসেলের অবসর ঘোষণা, আর খেলবেন না দেশের হয়ে!
প্রসঙ্গত, গতকাল বিদেশিদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা পারফরমেন্স দেখানো বোলার হিসেবে মাহেদির নাম উঠলেও, প্রেমদাসার 22 গজে 20 ওভারের ক্রিকেটে সবচেয়ে সেরা পারফরমেন্স রয়েছে কিন্তু শ্রীলঙ্কার ঘরের ছেলে ওয়ানিন্দু হাসরাঙ্গার। বলা বাহুল্য, 2021 সালে ভারতীয় দলের বিরুদ্ধে এই রণক্ষেত্রেই মাত্র 9 রান খরচ করে 4 উইকেট তুলেছিলেন তিনি। তবে সেই রেকর্ড আজও ছুঁতে পারেননি কেউই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |