বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL সেমির আগে বিরাট ধাক্কা খেলো মোহনবাগান! সমস্যার কারণ ভারতীয় ফুটবলার মনবীর সিংয়ের চোট। গতকালই চোটকে সামনে রেখে ভারতীয় দল থেকে ছিটকে যান মানবীর। যার কারণে ভারত বনাম মালদ্বীপের ম্যাচে জায়গা হয়নি তাঁর। এমতবস্থায়, বাগানের আশা ছিলেন সিং, তবে গোটা মরসুমে (ISL 2024-25) দুরন্ত ফুটবল খেলে একেবারে সেমিফাইনালের প্রাক্কালে চোটগ্রস্ত হলেন মেরিনার্সদের উইঙ্গার। ফলত, সেমি যুদ্ধের আগে এক প্রকার রাগে ফুঁসছে সবুজ মেরুন।
দুশ্চিন্তা বাড়ল বাগানের
মনবীরের চোট জাতীয় দলকে বিরাট ধাক্কা দিয়েছে। তবে ভারতীয় দলের হয়ে মাঠে না নামলেও সেমিফাইনালে তাঁকে নিয়েই স্বপ্ন বুনছিল মোহনবাগান সুপার জায়েন্ট। এপ্রিলের শুরুতেই ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল। আর তার একেবারে দোরগোড়ায় এসে দলের বিশ্বস্ত খেলোয়াড়ের চোট মোহনবাগান কর্তাদের চিন্তার কারণ হয়ে উঠেছে। সূত্রের খবর, মানবীর সিংয়ের চোট নিয়ে ইতিমধ্যেই বাড়তি ক্ষোভ প্রকাশ করেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট।
মানবীরকে নিয়ে একরাশ অভিযোগ উগড়ে দিল বাগান
সম্প্রতি মোহনবাগানের তরফে মানবীর সিংয়ের চোট নিয়ে বিরাট অভিযোগ তোলা হয়েছে। সবুজ মেরুন কর্তাদের একটা বড় অংশ দাবি করছেন, মনবীর যে চোট পেয়েছেন তা দুদিন পর্যন্তও জাতীয় দলের ফিজিওরা জানতেন না। শুধু তাই নয়, ভারতীয় দলের ক্যাম্পে নাকি মানবীরকে দিয়ে অতিরিক্ত ওজন তোলানো হতো।
বাগান কর্তাদের অভিযোগ, 110 কেজির বদলে 120 কেজি ওজন তুলতে কার্যত বাধ্য করা হতো মনবীরকে। আর সেই কারণেই হিপের নিম্নাংশে চোট পেয়েছেন তিনি। ফলত বলা যায়, ভারতীয় ফুটবলারের বর্তমান অবস্থার নেপথ্যে জাতীয় ম্যানেজমেন্ট ও ফিজিওদের একপ্রকার দায়ী করেছে বাগান।
সেমিতে অনিশ্চিত মনবীর
বুধবার ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে চোট যন্ত্রণা নিয়ে যোগ দিতে পারেননি মনবীর সিং। কিন্তু মোহনবাগানের হয়ে সেমিতে নামতে পারবেন তো? এমন প্রশ্নই এখন কুরে কুরে খাচ্ছে বাগান সমর্থকদের। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতীয় খেলোয়াড়ের বর্তমান অবস্থা যা তাতে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
অবশ্যই পড়ুন: কলকাতার কাছেই বাংলার বুকেই রয়েছে বিশ্বের সবথেকে পুরনো ওয়াটার ট্যাঙ্ক, কোথায় জানেন?
এখন প্রশ্ন, এপ্রিলের আগে কি সুস্থ হয়ে উঠবেন তিনি? মোহনবাগানের তরফে খেলোয়াড়ের সুস্থতা কামনা করা হচ্ছে। তাছাড়া বাগান কর্তারা বলছেন, মানবীর যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাবে টিম ম্যানেজমেন্ট। তাঁকে পুরোপুরি ফিট করে সেমিতে নিয়ে আসাই এখন বাগানের অন্যতম লক্ষ্য। তবে এপ্রিলের আগে তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন কিনা, তা নিয়ে এই মুহূর্তে যথেষ্ট সংশয়ে রয়েছে।