AFC চ্যাম্পিয়নস লিগে মনবীর-শুভাশিসদের পাবে মোহনবাগান? রইল আপডেট

Published:

Manvir Singh Subhasish Bose may play in AFC Cup Mohun Bagan Super Giant
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী ইস্টবেঙ্গলের কাছে হারের পর ডুরান্ড কাপের স্বপ্ন ভেঙেছে মোহনবাগানের। তাই আপাতত আসন্ন AFC চ্যাম্পিয়নস লিগ টু-কে পাখির চোখ করেছেন বাগান কোচ হোসে মোলিনা। সেই মতোই, বাঘা প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলতে শক্তিশালী দল গুছিয়ে নিচ্ছেন সবুজ মেরুনের হেডস্যার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনুশীলন। তবে বড় প্রতিযোগিতার আগে বাগানের অনেকেরই চোট রয়েছে।

মনবীর চোট কাটিয়ে উঠলেও, শুভাশিস বোস, কিয়ান নসিরিরা চোট আঘাতে ভুগছেন। তবে AFC টুর্নামেন্টের আগে তাদের তৈরি করে মাঠে নামাতে মরিয়া স্প্যানিশ কোচ মোলিনা।

AFC-র মঞ্চে শুভাশিসদের পাবে মোহনবাগান?

প্রায় সকলেই জানেন, জাতীয় শিবির থেকে চোট নিয়ে ফিরেছিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। যদিও বঙ্গ ফুটবলারের চোট যন্ত্রণা নিয়ে ফেডারেশনের সাথে কার্যত দ্বন্দ্বে জড়িয়েছে বাগান। সম্প্রতি সবুজ মেরুনের এক কর্তা দাবি করেছিলেন, ভারত বনাম বাংলাদেশ ম্যাচের পর জাতীয় শিবির থেকে চোট নিয়ে ফিরেছিলেন শুভাশিস। এরপর নাকি তাঁর খোঁজ পর্যন্ত নেয়নি ফেডারেশন কর্তারা।

এদিকে বাগানের এমন দাবি নস্যাৎ করে চিঠি দিয়ে ফেডারেশন জানায়, শুভাশিসের চোট ভারত বনাম বাংলাদেশ ম্যাচে নয় বরং ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল থেকেই। বাগান অধিনায়ক নাকি নিজেই জানিয়েছিলেন সে কথা। আর তা নিয়েই একপ্রকার দ্বন্দ্বে জড়িয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং মোহনবাগান।

যদিও এসবের মাঝেই শোনা যাচ্ছে খুশির খবর। দলের সাথে বেশ কিছুদিন রিহ্যাব করার পর অবশেষে গত মঙ্গলবার বল পায়ে অনুশীলন শুরু করেন শুভাশিস। আর তা থেকেই আশা করা যাচ্ছে, হয়তো আসন্ন চ্যাম্পিয়নস লিগ টু এর মঞ্চে দেখা মিলতে পারে এই দুই বাগান তারকার (শুভাশিস ও মনবীর)।

অবশ্যই পড়ুন: ISL নিয়ে কাটছে জট! ফেডারেশন ও FSDL-কে আলোচনায় বসার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

অন্যদিকে ডুরান্ড কাপের মাঝে চোট পাওয়া মোহনবাগানের আরেক ফুটবলার কিয়ান নাসিরি বর্তমানে মেডিকেল রুমেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন। তবে আসন্ন টুর্নামেন্টের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলেই। তবে সূত্র বলছে, পারলে এই তিন ফুটবলারকেই পুরোপুরি ফিট করিয়ে AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের মঞ্চে নামিয়ে ফেলতে মরিয়া কোচ মোলিনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join