কলকাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর এই কারণে এবার প্রথম একাদশে বেশকিছু পরিবর্তন করার লক্ষ্যে রয়েছেন রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর। ইতিমধ্যে বিসিসিআইয়ের তরফে শেষ দুটি টেস্টের জন্য ভারতীয় দলে স্পিনার, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে যুক্ত করার ঘোষণা করেছে। দ্বিতীয় টেস্ট পুণেতে আয়োজিত হতে চলেছে। সেখানে কালো পিচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই পিচে ওয়াশিংটন সুন্দর নিজেকে মেলে ধরতে পারবেন বলে আশা BCCI-র।
প্রথম টেস্টে ব্যর্থ ভারত
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা এখনও ভাবাচ্ছে কোচ গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকে। মাত্র ৪৬ রানে অলআউটের দুঃখ এখনও কেউ ভুলে উঠতে পারেনি। আর এই কারণে বাকি দুটি টেস্ট জিতে সেই দুঃখের ক্ষতে প্রলেপ লাগানোর লক্ষ্যই রয়েছে টিম ইন্ডিয়ার। আর এই কারণে আগামী টেস্টে দলে ৪টি বড় পরিবর্তন হতে পারে বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয় টেস্টে বাদ পড়বেন কেএল রাহুল?
২৪ অক্টোবর থেকে পুণেতে হতে চলা টেস্টে সবার প্রথম যেই প্লেয়ারকে বাদ দেওয়া হতে পারে, তিনি হলে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল। বিগত কয়েকটি ম্যাচে রাহুলের প্রদর্শন ছিল প্রত্যাশার থেকে অনেক বেশি খারাপ। বিশেষ করে ২০২৩-র বিশ্বকাপের পর থেকেই রাহুলের ব্যাট থেকে আরও বড় রান দেখা যায়নি। তাই তাঁকে দ্বিতীয় টেস্টে বাদ দেওয়া হতে পারে। তাঁর বদলে দলে আসতে পারেন শুভমন গিল।
বাদ পড়তে পারেন মহম্মদ সিরাজও!
এরপর বাদের তালিকায় নাম উঠছে মহম্মদ সিরাজেরও। কারণ সিরাজও আর তেমন পারফর্ম করতে পারছেন না। প্রথম টেস্টে দুই ইনিংসেই তাঁর বল থেকে আগুন তো দূরের কথা, ফুলকিও ওঠেনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিমও তাঁকে দল থেকে বাদ দেওয়ার যুক্তি দিয়েছেন। সিরাজ বাদ পড়লে সেই জায়গায় সুযোগ পেতে পারেন বাংলার বোলার আকাশ দীপ।
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট
এরপর তৃতীয় হিসেবে কুলদীপ যাদবের নাম উঠে আসছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন কুলদীপ। তবে তাঁর জায়গায় অক্ষর প্যাটেলকে খেলানোর যুক্তি দেওয়া হচ্ছে। কারণ অক্ষর বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দক্ষ। শেষ প্লেয়ার হলেন ঋষভ পন্থ। ভারতীয় দলের এই উইকেট কিপার দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছিলেন। ৯৯ রান করে দলকে শক্তিশালী জায়গায় এনে দিয়েছিলেন। তবে, বর্তমানে তিনি চোটে ভুগছেন। তাই টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানোর ঝুঁকি নেবেন না। তাঁর বদলে দলে সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল।