কলকাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত খারাপ ফল করেছে টিম ইন্ডিয়া। যার জেরে চাকরি যেতে পারে গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। এমন খবর আসছে প্রকাশ্যে। দৈনিক জাগরণের প্রতিবেদন মতে, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ার পারফর্ম যদি খারাপ হয়, তাহলে গৌতম গম্ভীরকে লাল বলের কোচিং পদ থেকে সরিয়ে দিতে পারে বিসিসিআই। তবে সাদা বলের কোচিং পদে বহাল থাকবেন তিনি।
কে হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ?
গৌতম গম্ভীরকে লাল বলের কোচ পদ থেকে সরানো হলে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। লক্ষ্মণ বর্তমানে ভারতীয় দলের সঙ্গে সাউথ আফ্রিকা সফরে রয়েছেন। তিনিই সেখানে হেড কোচের দায়িত্ব পালন করছেন। এর আগেও রাহুল দ্রাবিড়ের আমলে বেশ কয়েকবার লক্ষ্মণকে কোচের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।
আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বিশ্রী ভাবে সিরিজ হারের পর গৌতম গম্ভীর, রোহিত শর্মাকে নিয়ে বৈঠকে বসে বিসিসিআই। সেই বৈঠকে জয় শাহ, রজার বিনি ও অজিত আগরকরও উপস্থিত ছিলেন। সেখানে গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের দুটি সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করে বিসিসিআই।
রিপোর্ট অনুযায়ী প্রথমত, স্পিনিং পিচে পর্যুদস্ত হওয়ার পরেও মুম্বইতে কেন ঘূর্ণি পিচ করা হল। দ্বিতীয়ত, দলের এত খারাপ সময়েও কেন জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হল। এই দুই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েই চটে রয়েছে বিসিসিআই। এছাড়াও অস্ট্রেলিয়ায় যাতে দল ভালো পারফর্ম করে, তা নিয়েও টনিক দেওয়া হয়েছে।
কেন দলে নেওয়া হল হর্ষিত রানাকে?
এছাড়াও আরেকটি সিদ্ধান্ত বিসিসিআই বিচলিত। সেটি হল, অস্ট্রেলিয়ার মতো দামি সফরে কেন হর্ষিত রানা ও নীতীশ কুমার রেডির মতো প্লেয়ারদের দলে নেওয়া হল? যদিও এর আগে টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল যে, রানার বলে গতি রয়েছে, এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররা তাঁর বল খেলেনই কোনদিনও। এই কারণে তাঁকে সেখাএন সুযোগ দেওয়া হয়েছে, যাতে ভারতীয় দলের সুবিধা হয়।