চতুর্থ টেস্টে রোহিতের জায়গায় টিম ইন্ডিয়ার সুযোগ পেতে পারেন ইনি, অস্ট্রেলিয়ায় রেকর্ডও ভালো

Published on:

rohit sharma

কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচ আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ১-১ এ ড্র রয়েছে। চতুর্থ ম্যাচে দুই দলই চাইবে নিজেদের জয় হাসিল করে নিতে। তবে এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে কেএল রাহুল ও রোহিত শর্মার খেলা নিয়ে সংশয় রয়েছে। জানা যাচ্ছে যে, দুজনাই চোট পেয়েছেন। এমনকি কেএল রাহুল খেলতে পারলেও রোহিত শর্মা নাকি খেলতে পারবেন না বলেই শোনা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চতুর্থ টেস্টের আগে চোটগ্রস্ত রোহিত শর্মা, কেএল রাহুল

আসলে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন রোহিত শর্মা। আর ওদিকে কেএল রাহুল বাম হাতে চোট পেয়েছেন। তবে শোনা যাচ্ছে যে, দুজনার চোটই গুরুতর নয়। কিন্তু এ নিয়ে চূড়ান্ত কিছুই ঘোষণা হয়নি। এখন প্রশ্ন উঠছে যে, রোহিত শর্মা যদি না খেলেন, তাহলে তাঁর জায়গায় টিম ইন্ডিয়ায় কে সুযোগ পাবেন?

উল্লেখ্য, প্রথম টেস্টেও দলে ছিলেন না রোহিত শর্মা। সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। আর প্রথম টেস্টে ধুঁকতে থাকলেও জয়লাভ করেছে ভারত। চতুর্থ টেস্টেও যদি রোহিত শর্মা না খেলেন, তাহলে তাঁর জায়গায় জসপ্রীত বুমরাহ অধিনায়ক হবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রোহিত শর্মার জায়গায় সুযোগ পেতে পারেন ইনি

রোহিত শর্মা যদি ২৬ ডিসেম্বরের আগে সুস্থ না হয়ে উঠতে পারেন, তাহলে তাঁর জায়গায় বক্সিং ডে টেস্টে উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। জুরেলের নাম এই কারণেই নেওয়া হচ্ছে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধ্রুব জুরেলের পারফরমেন্স বেশ ভালোই রয়েছে। জুরেল BGT-র আগে অস্ট্রেলিয়ার মাঠে ব্যাটে বেশ ভালো পারফর্ম করেছিলেন।

অস্ট্রেলিয়ার ৪ ইনিংসে তিনি ৮০, ৬৮, ১১ ও শেষ ইনিংসে ১ রান করেছিলেন। ওদিকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মা দুটি টেস্টে মাত্র ১৯ রানই করতে পেরেছেন। তাই রোহিত শর্মা সুস্থ না হলে তাঁর জায়গায় ধ্রুব জুরেলের সুযোগ পাওয়ার চ্যান্স অনেক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group