কলকাতাঃ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে অভূতপূর্ব সাফল্যের পর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়। ২০২৪-র T20 বিশ্বকাপে ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই নতুন কোচের নাম নিয়ে জল্পনা চলছিল। আর সেই সময় টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে সেই পদে বসানোর জন্য উপযুক্ত হিসেবে মনে করে বিসিসিআই। তবে, ভারতীয় দলে শুরু থেকেই তার সফর এখনও পর্যন্ত সুখবর নয়।
শ্রীলঙ্কার সফর দিয়ে ভারতীয় দলের হেড কোচ হিসেবে নিজের অভিযান শুরু করেন গৌতম গম্ভীর। সেখানে T20 সিরিজ জিতলেও, ওয়ানডে সিরিজে দুই দশক পর শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের মুখে পড়তে হয় ভারতীয় দলকে। এরপর দুর্বল বাংলাদেশ ভারত সফরে এলে তাঁদের হোয়াইট ওয়াশ করে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে নিজেরাই ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়ে যায়, যা এক লজ্জার রেকর্ড। আর এরপর থেকেই গৌতম গম্ভীরের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরের মাঠে টিম ইন্ডিয়ার হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া একদমই ভালো চোখে দেখছে না। আর এই লজ্জাজনক হারের পরই BCCI এবার কারণ খুঁজতে বসেছে। শুধু জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার বা রোহিত শর্মার ভূমিকা নিয়েই নয়, গৌতম গম্ভীরের পারফরম্যান্স নিয়েও এবার তদন্তে বসছে BCCI।
গৌতম গম্ভীরের ডানা ছাঁটার প্রস্তুতি BCCI-র
প্রাপ্ত খবর অনুযায়ী, এবার টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের ডানা ছাঁটার প্রস্তুতি নিচ্ছেন জয় শাহরা। অস্ট্রেলিয়ায় আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির উপরেই গম্ভীরের ভাগ্য নির্ধারণ করছে। এখন অনেকেই মনে করছেন যে, যেহেতু দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত, সেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের থেকে আশা করা বেকার। তবে বলে রাখি, বিগত ২টি টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ায় গিয়ে জিতে এসেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় আসন্ন এই সফরে ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলারও ভাগ্য নির্ধারণ করছে।
গম্ভীরের ক্ষমতা কেড়ে নেবে BCCI
জানা যাচ্ছে যে, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরমেন্স যদি ভালো না হয়, তাহলে গৌতম গম্ভীরের হাত থেকে এক বিশেষ ক্ষমতা কেড়ে নিতে পারে বিসিসিআই। আর এই ক্ষমতা রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়কেও দিয়েছিল না বিসিসিআই। কিন্তু গৌতম গম্ভীরের হাতে প্রথম থেকেই সেই ক্ষমতা তুলে দেওয়া হয়। আসলে যেকোনও সিরিজে দল নির্বাচনের জন্য গম্ভীরকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এই কারণে অনেকেই গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন যে, তিনি নাকি KKR-র প্লেয়ারদের নিয়েই দল গড়তে চাইছেন। তবে দল নির্বাচনের ক্ষেত্রে শাস্ত্রী ও দ্রাবিড়ের সেই ক্ষমতা ছিল না। এবার সেই অধিকারই কেড়ে নিতে পারে BCCI। আর এই সিদ্ধান্ত নির্ভর করবে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দল কেমন পারফর্ম করছে তার উপর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |