একাই ১৫০ ওভার বল, রোহিতের জোরাজুরিতেই শেষ বুমরাহ! খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে?

Published on:

jasprit bumrah

কৌশিক দত্ত, কলকাতাঃ সিডনি টেস্টে প্রথম ইনিংসে পিঠে ব্যথায় কাবু হয়ে মাঠ ছেড়েছিলেন টিম ইন্ডিয়ার সবথেকে নির্ভরযোগ্য বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শুধু মাঠ ছাড়াই নয়, একেবারে হাসপাতালে ছুটেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে সামান্য রানেরই লক্ষ্য দিয়েছিল ভারত। এই কারণে দ্বিতীয় ইনিংসে বুমরাহকে আর বল করতে দেখা যায়নি। যদিও টানটান উত্তেজনার ম্যাচ হলেও যে বুমরাহ বল করত না, সেটাও নিশ্চিত ছিল। আর এতকিছুর মধ্যে এখন খবর আসছে যে, বুমরায় আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অংশ হতে পারবেন না।

একাই ১৫০ ওভারের বেশি বল বুমরাহর

বর্ডার-গাভাস্কার ট্রফিতে জসপ্রীত বুমরাহ ৫ টেস্টে মোট ১৫১.২ ওভার বল করেছেন। অন্য বোলাররা তেমন সফল না হওয়ায় দলের অধিনায়ক রোহিত শর্মা বারবার তাঁর হাতেই বল ধরিয়েছেন। তবে, পঞ্চম তথা শেষ টেস্টে বুমরাহ মাত্র ১০ ওভারই বল করেছিলেন। ৫ টেস্টে মোট ৩২ উইকেট নিয়েছিলেন তিনি। এর কারণে ম্যন অফ দ্য সিরিজ খেতাবও পেয়েছেন। এখানেই শেষ নয়, ২০২৩ সাল থেকে ২০২৫ অবধি বুমরাহ ৪২ ম্যাচে ৫৬০.১ ওভার বল করেছেন! এর থেকেই বোঝা যায় যে, টিম ইন্ডিয়া কতটা ভরসা তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন জসপ্রীত বুমরাহ?

বিশেষজ্ঞদের মতে, বুমরাহ যেমন চোট পেয়েছেন, তা ঠিক হতে হতে খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু এটা যদি গ্রেড ১ স্ট্রেস ফ্র্যাকচার হয়, তাহলে বুমরাহকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এর থেকেই বোঝা যাচ্ছে যে, খুব সম্ভবত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারছেন না।

উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১২ জানুয়ারির মধ্যেই সব টিমকে তাঁদের স্কোয়াড ঘোষণা করতে হবে। আর সেই নিয়ম অনুযায়ীই, BCCI খুব শীঘ্রই স্কোয়াড ঘোষণা করতে চলেছে। সেদিনই সব দিনের মোট পরিস্কার হয়ে যাবে। তবে বুমরাহ না থাকলেও মহম্মদ শামিকে এবার সুযোগ দিতে পারে বিসিসিআই। সম্প্রতি শামি একটি ভিডিও পোস্ট করে তাঁর সুস্থতার জানান দিয়েছেন। আর বুমরাহহীন ভারতীয় দল যদি শামিহীন হয়ে যায়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার আশা যে খুব ক্ষীণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥