বুড়ো রাসেলের বদলে কচি অলরাউন্ডার, IPL নিলামে ২ বিধ্বংসী প্লেয়ারকে নিয়ে খেলা দেখাবে KKR

Published on:

andre russell kkr sad

কলকাতাঃ আগামীকালই IPL-র প্রতিটি দলকে তাঁদের রিটেনশনের তালিকা দিতে হবে। এ বছর আইপিএলে সবথেকে বেশি নজর যেই দলের উপর, সেটি হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কারণ গতবছর তাঁরা IPL-এ শিরোপা অর্জন করেছিল। আগামীকাল KKR তাঁদের দল থেকে অনেক পুরনো এবং বাঘা বাঘা প্লেয়ারকে ছেঁটে ফেলতে চলেছে। আর সেই তালিকায় সবথেকে চমকে দেওয়া নাম হল আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়ার ও মিচেল স্টার্ক। বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, KKR এবার এই তিনজনকেই ছেড়ে দিতে চলেছে।

WhatsApp Community Join Now

আজ এই তিন জনের মধ্যে KKR-র নির্ভরযোগ্য অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়ে কথা হবে। রাসেল ২০১৮ থেকে কলকাতা দলের সদস্য। ইতিমধ্যে তিনি KKR-র হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন। ২০২৩ সাল থেকে KKR তাঁকে ১৬ কোটি টাকা দিয়ে আসছে। তবে এবার আর না। কারণ রাসেলের যথেষ্ট বয়স হয়েছে, আর এই কারণেই তাঁকে কলকাতা ছাড়ার কথা ভাবছে।

রাসেলের মতো অলরাউন্ডার ছাড়লে কলকাতা কাকে নেবে? এই প্রশ্ন যখন চাউর হচ্ছে। তখন কলকাতাও আরও বিধ্বংসী অলরাউন্ডার কেনার জন্য মুখিয়ে রয়েছে। শোনা যাচ্ছে যে, কলকাতা এবার ইংল্যান্ড দল থেকে দুই অলরাউন্ডার নিতে পারে।

রাসেলের বদলে KKR-এ দুই ব্রিটিশ অলরাউন্ডার?

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কলকাতা এবার ব্রিটিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে কেনার জন্য ঝাঁপাতে পারে। যদিও, স্টোকস এখনও আইপিএল নিলামিতে নাম ওঠাননি। তবে শোনা যাচ্ছে যে, তিনি এবার আইপিএলে নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন। আসলে স্টোকসের মতো অলরাউন্ডার বর্তমান ক্রিকেট জগতে খুবই কম রয়েছে। তাই তাঁকে নেওয়ার জন্য শুধু KKR-ই নয়, আরও বাকি দলগুলোও ঝাঁপাতে পারে। এখন দেখার বিষয় এটাই যে, শেষ হাসি কে হাসে।

লিয়াম লিভিংস্টোন

ওদিকে ইংল্যান্ডের আরেক তারকা অলরাউন্ডারের দিকেও নজর রাখছে KKR। কলকাতা এবার লিয়াম লিভিংস্টোনকে কেনার তাগিদ দেখাতে পারে। লিভিংস্টোন বর্তমানে পঞ্জাব কিংসের হয়ে খেলছেন। তবে সেই দলে তার তেমন ভালো পারফর্ম এখনও চোখে পড়েনি। এই কারণে লিভিংস্টোনকে ছেড়ে দিতে পারে প্রীতি জিনটার দল। বলে দিই, লিভিংস্টোন বর্তমানে T20 ক্রিকেটের ১ নম্বর অলরাউন্ডার। তাই তাঁকেও নেওয়ার জন্য সব দল ঝাঁপাবে যে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু KKR যেহেতু ২৫ কোটির স্টার্ক ও ১৬ কোটির রাসেলকে ছাড়তে পারে, তাই লিভিংস্টোনকে কেনা তাঁদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে।

সঙ্গে থাকুন ➥
X