২৫ কোটির স্টার্ক বাদ, এবারের নিলামে সাড়ে ছয় ফুটের ভয়ঙ্কর বিদেশি বোলার নিচ্ছে KKR

Published on:

mitchell starc ipl kkr

কলকাতাঃ গত বছর সবাইকে চমকে দিয়ে আইপিএলের নিলামে অস্ট্রেলীয় পেস বলার মিচেল স্টার্ককে ২৫ কোটি দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এক বোলারের পিছনে এত খরচ করায় সবাই KKR-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তুলেছিল। আইপিএলের ইতিহাসে মিচেল স্টার্কই ছিলেন সবথেকে দামি প্লেয়ার। তবে এবার অস্ট্রেলীয় এই জোরে বোলারকে ছেড়ে দিতে পারে KKR।

IPL Retention

WhatsApp Community Join Now

এ মাসের ৩১ তারিখের মধ্যে KKR সহ সমস্ত দলকেই তাঁদের রিটেনশনের তালিকা দিতে হবে বিসিসিআইকে। BCCI-র নিয়ম অনুযায়ী, এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সবথেকে বেশি দেশী ও বিদেশি প্লেয়ার মিলে ৬ জনকে রিটেন করতে পারবে। ইতিমধ্যে সবদলই তাঁদের তালিকা তৈরি করে ফেলেছে। আবার তাঁরা নতুন কাদের নেবে, সেই নিয়েও একটি লিস্ট বানিয়েছে।

মিচেল স্টার্ককে ছেড়ে দিতে পারে KKR

গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও তাঁদের দল তৈরিতে ব্যস্ত। এবার কলকাতা তাঁদের অনেক নামীদামী প্লেয়ারকে ছেঁটে ফেলবে। তবে সুনীল নরেন, রিঙ্কু সিং সহ আরও চারজনকে তাঁরা রেখে দেবে। তবে সবার নাম এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে যে, কলকাতা তাঁদের সবথেকে দামি বোলার মিচেল স্টার্ককে ছেড়ে দিতে চলেছে। গত মরসুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি স্টার্ক। প্রথম ম্যাচ থেকেই ছন্দে ছিলেন না তিনি। আর এই কারণে বারবার তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। যদিও, ফাইনাল ম্যাচে নিজের রুদ্ররূপ দেখান স্টার্ক।

উইলিয়াম ও’রুরকিকে নিতে পারে KKR

তবে স্টার্কের বদলে যেই প্লেয়ারকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, তাঁর নাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এবার KKR নিউজিল্যান্ডের বিধ্বংসী বোলার উইলিয়াম ও’রুরকিকে দলে টানতে পারে। রুরকি বর্তমানে ভারত সফরে রয়েছেন। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টেস্টে রুরকি ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। এমনকি বিরাট কোহলিকে তিনি শূন্য রানে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন। স্টার্কের বদলে উইলিয়াম ও’রুরকিকে নিলে কম খরচ করতে হবে KKR-কে। অন্যদিকে তরুণ পেসার হওয়ার কারণে তাঁর থেকে ভালো পারফর্মেন্সও পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥