কলকাতাঃ এ মাসের ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে আয়োজিত হতে চলেছে আইপিএলের মেগা অকশন। মোট ৫৭৪ জন প্লেয়ার এই নিলামে নিজেদের নাম দিয়েছে। এদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় প্লেয়ার ও ২০৮ জন বিদেশি। এদের মধ্যে ভারতের ৩১৮ জন প্লেয়ার আনক্যাপড, যাদের খুব কম দামেই কিনতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। এই নিলামে সবথেকে কমবয়সী যেই প্লেয়ারের নাম উঠেছে, সে ভারতীয়। এবার সেই প্লেয়ারকে নিয়েই নাকি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে মুম্বই ইন্ডিয়ান্স দর কষাকষি করতে পারে।
KKR থেকে MI বৈভব সূর্যবংশীর জন্য করতে পারে দর কষাকষি
মাত্র ৫ বছর বয়সে ক্রিকেটে অভিযান শুরু করেছে সে। আজ কথা হচ্ছে ১৩ বছর বয়সী ভারতীয় প্লেয়ার বৈভব সূর্যবংশীকে নিয়ে। এই ছোটো বয়সেই দুর্দান্ত ব্যাটিং করে সবার নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। অসাধারণ ব্যাটিং দক্ষতা রয়েছে তাঁর, আর এই কারণে এবার তাঁকে নিতে দর কষাকষিতে নামতে পারে ফ্রাঞ্চাইজিগুলো।
এবারের আইপিএল নিলাম তালিকায় বৈভব সূর্যবংশীর নাম রয়েছে। ৩০ লক্ষ টাকার বেস প্রাইস রাখা হয়েছে তাঁর জন্য। এখনও পর্যন্ত কোচবিহার ট্রফি, রঞ্জি ট্রফি ও বিনু মানকড় ট্রফিতে অংশ নিয়েছে বৈভব। এছাড়াও অনূর্ধ্ব ১৯ এর দলেও নির্বাচিত হয়েছে সে।
অলরাউন্ডারের ভূমিকা পালন করবে বৈভব সূর্যবংশী
তবে বৈভব সূর্যবংশী যে শুধু ব্যাটিংয়েই পারদর্শী তা নয়, সে ভালো বোলিংও করতে পারে। বাঁহাতি অর্থাডক্স বোলার হিসেবে সুনামও রয়েছে তাঁর। এখন সবেমাত্র কেরিয়ার শুরু বৈভবের। বিহারের সমস্তিপুরের এই বালক টিম ইন্ডিয়ায় খেলার স্বপ্ন নিয়েই বড় হচ্ছে। এর আগে রিঙ্কু সিংও এমন স্মল টাউন থেকে এসে এখন ভারতীয় দলের নিয়মিত প্লেয়ার। তাই বৈভবও এবার IPL-এ নিজের নাম দিয়ে ভাগ্য পরীক্ষা করতে চলেছে।
IPL-র নিলামে সবথেকে বেশি বয়সী প্লেয়ার
তবে এবারের আইপিএলে সবথেকে কম বয়সী প্লেয়ারের নাম তো জানলেন, কিন্তু সবথেকে বেশিবয়সী প্লেয়ার কে জানেন? এবারের আইপিএলে সবথেকে বেশিবয়সী প্লেয়ার হলেন ইংল্যান্ডের তারকা প্লেয়ার জেমস অ্যান্ডারসন। ৪২ বছর বয়সে তিনি প্রথমবার IPL-এ নাম লেখালেন। কিছুদিন আগেই তিনি ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকেই অবসরের ঘোষণা করেছিলেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |