এবারও কী সাকিবকে দলে নেবে KKR?

Published on:

shakib al hasan kkr

কলকাতাঃ সাকিব আল হাসান। বর্তমানে তাঁকে নিয়ে উত্তাল বাংলাদেশ। তাঁর দেশে ঢোকা বন্ধ থেকে শুরু করে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও খুনের মামলা অবধি দায়ের হয়েছে। এঁর এরই মধ্যে তিনি আবার এ বছর IPL-র নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight RIders) হয়েই খেলেছিলেন সাকিব আল হাসান। এবারও কী KKR তাঁকে দলে নেবে?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে শুধু সাকিবই নন, এবার বাংলাদেশের এক ডজন প্লেয়ার আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন। বাংলাদেশের যারা এবারের আইপিএলে নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন তাঁরা হলেন। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মেহদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, লিটন দাস, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহদি হাসান, হাসান মেহমুদ, নাহিদ রানা।

সাকিব আল হাসান এখনও পর্যন্ত আইপিএলে ৭১টি ম্যাচ খেলেছেন। ৭১ ম্যাচে তিনি ৭৯৩ রান করেছেন। এছাড়াও তিনি ৬৩ টি উইকেটও নিয়েছেন। আইপিএলে সাকিবের সর্বোচ্চ স্কোর হল অপরাজিত ৬৬। আইপিএলের ৭১ ম্যাচে তিনি দুবার ৫০ এর উপরে রান করেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বর্তমানে ৩৭ বছর বয়স হয়েছে সাকিব আল হাসানের। ইতিমধ্যে তিনি ক্রিকেটের সবথেকে ছোটো ফরম্যাট T20 থেকে অবসরও গ্রহণ করেছেন। এই আইপিএলে তাঁর বেস প্রাইজ রাখা হয়েছে ১ কোটি টাকা। এখন কথা হচ্ছে সাকিবকে ফের নিজেদের দলে নেবে KKR? ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এবার KKR কেন কোনও দলই সাকিবকে নিতে চাইবে না। সাকিবের থেকে কারও তেমন কোনও প্রত্যাশা নেই। সাকিবের বদলে এখন অনেক ভালো অলরাউন্ডার ক্রিকেট জগতে রয়েছে, যাদের নিয়ে যেকোনোও ফ্রাঞ্চাইজি তাঁদের দল ভারী করতে চাইবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group