কলকাতাঃ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর থেকে দিন রাতের হবে এই টেস্ট ম্যাচ। এর আগে ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে। পারথের মতো সেখানেও টিম ইন্ডিয়ার ব্যাটার ও বোলারদের দাপট দেখা গিয়েছে। সবথেকে বড় বিষয় হয়, এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও তরুণ ব্যাটার শুভমন গিলও খেলেছেন। বিগত কয়েকদিন ধরে শুভমনের চোটের পর খেলা নিয়ে যেই জল্পনা ছিল, তা মিটেছে। শুভমন দ্বিতীয় টেস্টে খেলছে এটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।
দলে ফিরলেন রোহিত শর্মা ও শুভমন গিল
প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে শুভমন গিল ভালো পারফর্মও করেছেন। সেখানে তিনি মাত্র ৬২ বলে ৫০ রান করেছিলেন এরপর ব্যাট ছেড়ে দেন। ওদিকে রোহিত শর্মা ম্যাচে ফিরলেও ফের ব্যর্থ হন। টিম ইন্ডিয়ার অধিনায়ক ১১ বলে মাত্র ৩ রান করেই আউট হয়ে যান। এখন প্রশ্ন উঠছে যে, শুভমন গিল আর রোহিত শর্মা দলে ফেরার পর ভারতীয় দলের ওপেনার কারা কারা হবেন?
স্থান হারাতে চলেছেন কেএল রাহুল
শুভমন গিল ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করা কেএল রাহুলের ওপেনিং পজিশন নড়বড়ে দেখাচ্ছে। এখন শোনা যাচ্ছে যে, খোদ রোহিত শর্মা ওপেনিংইয়ে নামবেন। তার পার্টনার হবেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। এক্ষেত্রে কেএল রাহুলকে ৬ নম্বরে নামানো হতে পারে।
মিডিল অর্ডারে খেলা কেএল রাহুল অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা অনুপস্থিতিতে ওপেনিংইয়ে নেমেছিলেন। প্রথম টেস্টে প্রথম ইনিংসে কেএল রাহুল ৭৪ বলে মাত্র ২৬ রানই করতে পেরেছিলেন। আসলে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার সব ব্যাটারই রান করতে ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাক করেন রাহুল।
দ্বিতীয় ইনিংসে ১৭৬ বলে ৭৭ রান করেছিলেন কেএল রাহুল। পাশাপাশি তার ওপেনিং পার্টনারকে সঙ্গ দিয়েছিলেন। যার জেরে প্রথম উইকেটে ২০১ রানের পার্টনারশিপ হয়েছিল। এটা ম্যাচের সেরা অংশিদারিত্ব ছিল। যার জেরে ভারত ৪৮৭ রানের একটি বড় ইনিংস খাড়া করতে সক্ষম হয়। কিন্তু এবার রোহিত শর্মার আগমনে কেএল রাহুলকে তার পুরনো জায়গায় ফিরে যেতে হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |