কৌশিক দত্ত, কলকাতাঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma) অনুপস্থিত থাকায় ওপেনিংয়ে ব্যাট হাতে নামেন কেএল রাহুল। যশস্বী জয়সওয়াল ও রাহুলের জুটি প্রথম ইনিংসে ব্যর্থ হলেও, দ্বিতীয় ইনিংসে অজি বোলারদের কাঁদিয়ে ছাড়েন তাঁরা। দ্বিতীয় ইনিংসে ২০১ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন যশস্বী ও রাহুল। একদিকে যশস্বী করেছিলেন ১৬১। আরেকদিকে রাহুল করেছিলেন ৭৭। পারথে এই দুই ব্যাটারের পারফরমেন্সে খুশি ছিল সবাই। কিন্তু আশঙ্কাও ছিল যে, রোহিত শর্মা দলে ফিরলে এই জুটি ভেঙে যাবে। তবে এবার শোনা যাচ্ছে যে, দলের স্বার্থে নিজের ওপেনিং পজিশন ছাড়তে পারেন অধিনায়ক রোহিত শর্মা।
অ্যাডিলেড টেস্টে নিজের জায়গা ছাড়বেন রোহিত শর্মা
আগামী পরশু ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে দিন-রাতের টেস্ট ম্যাচ। এই টেস্টে রোহিত শর্মা ও শুভমন গিলের প্রত্যাবর্তন চূড়ান্ত। কিন্তু দলে ফিরলেও ওপেনে নামবেন না রোহিত। টিমের স্বার্থে ছন্দে থাকা ওপেনিং জুটি ভাঙতে চাননা তিনি। আর এই কারণে তিনি এবার মিডিল অর্ডারে নামবেন বলে শোনা যাচ্ছে। তাছাড়াও ওপেনে নেমে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারছেন না রোহিত। একাধিক ইনিংসে তিনি শুধু ব্যর্থই হয়েছেন। তাই এবার নিজেই নিজের ব্যাটিং অর্ডার চেঞ্জ করছেন অধিনায়ক।
কদিন আগেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলেছিল। সেই দলে ছিলেন রোহিত শর্মাও। তিনিই অধিনায়কত্ব সামলান। কিন্তু সেই ম্যাচে রোহিত শর্মা ওপেন করেননি। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ওপেনে নেমেছিলেন যশস্বী ও কেএল রাহুল। রোহিত শর্মা ওই ম্যাচে নিজেকে ৪ নম্বরে নামিয়ে এনেছিলেন। যদিও, সেখানেও ব্যর্থ হন তিনি। মাত্র ৩ রানই এসেছিল তাঁর ব্যাট থেকে। এবার শোনা যাচ্ছে যে, রোহিত শর্মা অ্যাডিলেড টেস্টে পাঁচ নম্বরে ব্যাট করতে নামতে পারেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য সুখবর
ওদিকে অ্যাডিলেড টেস্টের আগে সুখবর পেয়েছে টিম ইন্ডিয়া। আইসিসির কড়া নিয়মের জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার রাস্তা অনেকটাই সহজ হয়েছে ভারতীয় দলের পক্ষে। আসলে, ICC ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের থেকে WTC-র পয়েন্ট কেটেছে। স্লো ওভার রেটের জন্য দুই দলের থেকেই তিন পয়েন্ট করে কাটা হয়েছে। যার জেরে নিউজিল্যান্ড WTC-র পয়েন্ট টেবিলের চতুর্থ পজিশন থেকে সপ্তম স্থানে নেমে এসেছে। আর এর ফলে সুবিধা হয়েছে টেবিল টপে থাকা ভারতের। বর্ডার-গাভাস্কার ট্রফিতে আর দুটো ম্যাচ জিতলেই ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে।