হারের পর প্রথম একাদশে বদল আনবেন সূর্যকুমার, অভিষেকের সুযোগ KKR-র প্লেয়ারের সামনে

Published on:

suryakumar yadav

কলকাতাঃ ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে চলমান T20 সিরিজের দুটি ম্যাচ খেলা হয়েছে এখনও অবধি। এই দুই ম্যাচে দুই দলই একটি একটি করে জয় পেয়েছে। শেষ T20 ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আয়োজক সাউথ আফ্রিকা। জেতা ম্যাচ হাত থেকে ফসকে গিয়েছে ভারতের। আর এবার তৃতীয় ম্যাচে দুটি বড় পরিবর্তন আনতে পারেন সূর্যকুমার যাদব। দুই প্লেয়ারকে তিনি টিম ইন্ডিয়ায় অভিষেকের সুযোগ দিতে পারেন।

আফ্রিকার বিরুদ্ধে চলমান T20 সিরিজের প্রথম দুই ম্যাচে এখনও অবধি ভারতের হয়ে ওপেনিং করেছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। তবে তৃতীয় টি২০ ম্যাচে সেই ওপেনিং জুটি ভাঙতে পারে বলে খবর। তবে, সবথেকে বড় সমস্যা হল যে এই মুহূর্তে ভারতীয় দলের কাছে ওপেনিংয়ের বিকল্প নেই। তাই হয়ত অভিষেকের উপর কোপ নাও পড়তে পারে।

অভিষেক হতে পারে KKR প্লেয়ারের

তৃতীয় নম্বরে ব্যাট হাতে নামবেন খোদ অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু চতুর্থ স্থান থেকে তিলক বর্মাকে সরানো হতে পারে। তিলক দুই ম্যাচে সুযোগ পেলেও খুব একটা ভালো কিছু করতে পারেননি। তবে, একদম যে খাড়া করেছেন, তাও না। তিলক প্রথম ম্যাচে ৩৩ আর দ্বিতীয় ম্যাচে ২০ রান করেছেন। শোনা যাচ্ছে যে, এবার ওই জায়গায় কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার রমনদীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে। এরপর রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল থাকবেন।

নড়বড়ে আবেশ খানের জায়গা

ওদিকে, ভারতীয় পেসার আবেশ খানের জায়গা নড়বড়ে। দুই ম্যাচে তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি তিনি। আর সেই জায়গায় সূর্যকুমার এবার বিজয়কুমার বৈশককে সুযোগ দিতে পারেন। অভিজ্ঞ হিসেবে আর্শদীপ সিং থাকবেন। স্পিন বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই থাকবেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তৃতীয় T20 ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, বিজয়কুমার বৈশক, আর্শদীপ সিং।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥