বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরে সেমিতে বাহুবলী অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে জায়গা করেছে ভারতের বীর নারীরা। ঠিক একই সময়ে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। সেই আসরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাস্ত হয়েছে ভারতের পুরুষ দল। এরই মাঝে ভারতীয় ক্রিকেট ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেশের মহিলা ক্রিকেটারদের বেতন। অনেকেই জানতে চাইছেন, মহিলাদের থেকে কত বেশি বেতন পান ভারতের পুরুষ ক্রিকেটাররা (Men Cricketer Vs Women Cricketer)?
মহিলা নাকি পুরুষ, ভারতীয় দলে কাদের বেতন সবচেয়ে বেশি?
News 24 এর একটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড জাতীয় দলের পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেটারদের সমান বেতন (Women’s Cricketer Salary) দিয়ে থাকে। সেই সূত্রে বলি, একজন মহিলা ক্রিকেটার একটি টেস্ট ম্যাচের জন্য 15 লক্ষ টাকা, একটি ওয়ানডে ম্যাচের জন্য 6 লক্ষ টাকা এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য 3 লক্ষ টাকা পেয়ে থাকেন। একইভাবে পুরুষরাও তিন সংস্করণ অর্থাৎ একটি টেস্টের জন্য 15 লক্ষ, একটি ওয়ানডের জন্য 6 লক্ষ এবং একটি টি-টোয়েন্টির জন্য মহিলাদের সমপরিমাণ 3 লক্ষ টাকা পেয়ে থাকেন।
অন্যদিকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির কথা বলা হয় সে ক্ষেত্রে, ভারতীয় মহিলা দলের এ প্লাস থেকে এ গ্রেডের ক্রিকেটারকে 50 লক্ষ, কেন্দ্রীয় চুক্তির বি গ্রেডের মহিলাকে 30 লক্ষ এবং সি গ্রেডের মহিলা ক্রিকেটারকে 10 লক্ষ টাকা দিয়ে থাকে। তবে কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী বেতনের নিরিখে পুরুষ ক্রিকেটাররা এগিয়ে রয়েছেন অনেকটাই। বলা বাহুল্য, কেন্দ্রীয় চুক্তির এ প্লাস গ্রেডের একজন পুরুষ ক্রিকেটারকে 7 কোটি টাকা, এ গ্রেডের ক্রিকেটারকে 5 কোটি টাকা, বি গ্রেডের ক্রিকেটারকে 3 কোটি টাকা এবং সি গ্রেডের ক্রিকেটারকে বার্ষিক 1 কোটি টাকা বেতন দিয়ে থাকে BCCI। অর্থাৎ কেন্দ্রীয় চুক্তির অধীনে পুরুষদের তুলনায় অন্তত সাড়ে ছয় কোটি টাকা কম বেতন পান মহিলারা।
অবশ্যই পড়ুন: মহিলা বিশ্বকাপের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে ভারত না দক্ষিণ আফ্রিকা, চ্যাম্পিয়ন হবে কে?
উল্লেখ্য, ম্যাচের নিরিখে সমপরিমাণ বেতন পেলেও কেন্দ্রীয় চুক্তির অধীনে মহিলা ক্রিকেটারদের কম বেতন নিয়ে বহুবার সরব হয়েছেন অভিজ্ঞ মহল। তাঁদের একটা বড় অংশের দাবি, ‘পুরুষ এবং মহিলা উভয় দলের প্লেয়াররাই মাঠে লড়াই করে দলকে জেতান। সেই লড়াইটাকে তো আর মহিলা বা পুরুষ দিয়ে বিচার করা যায় না। দেশের জন্য নারী ক্রিকেটাররা কতটা পরিশ্রম করেন তার উজ্জ্বল দৃষ্টান্ত সদ্য শেষ হওয়া মহিলা বিশ্বকাপের ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ। কাজেই, অন্যান্য ম্যাচের মতোই কেন্দ্রীয় চুক্তিতেও পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটারদের বেতন এক থাকুক।’












