বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সেই সূত্রেই বাধ্য হয়ে প্রথমে ব্যাট করতে হচ্ছে ভারতীয়দের। তাতে শুরুটা একেবারেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র 8 রান করে আউট হয়ে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা। অন্যদিকে শূন্য নিয়ে মাঠ ছেড়েছেন বিরাট কোহলি। 10 রান করে আউট হয়েছেন অধিনায়ক শুভমন গিলও। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দিনই একেবারে বেহাল দশা ভারতে। তার মাঝেই বৃষ্টি বাগড়া হওয়ায় বেশ কয়েকবার বন্ধ হয়ে গিয়েছিল খেলা। এহেন আবহে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক (Mitchell Starc Bowling Speed)। কী এমন করলেন তিনি?
কী এমন কান্ড ঘটালেন স্টার্ক?
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম ওভার সামলে ছিলেন অস্ট্রেলিয়ার সুপারস্টার মিচেল স্টার্ক। এদিন স্টার্কের প্রথম বলের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। তবে দুরন্ত বল দেখে সতর্ক হয়ে যান তিনি। শুরুর ওভারে স্টার্কের একের পর এক সুইং সামলাতে হয়েছে শুভমন এবং রোহিতকে। সেই সূত্রেই প্রথম ওভার থেকে মাত্র দুই রান তুলতে পেরেছিল ভারত।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রোহিত শর্মার উদ্দেশ্যে রবিবার ওভারের প্রথম বল ছুঁড়েই শিরোনামে উঠে এসেছেন মিচেল স্টার্ক। স্টার্কের প্রথম বলটির গতি দেখে ভ্যাবাচ্যাকা খেয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় বহু নেট নাগরিক দাবি করছেন, অস্ট্রেলিয়ান পেসারের প্রথম বলটির গতি ছিল 171.5 কিমি প্রতি ঘন্টা। আর তারপর থেকেই অস্ট্রেলিয়ান তারকাকে নিয়ে শুরু হয়েছে চর্চা।
নেট দুনিয়ায় স্টার্ককে নিয়ে ছেয়ে গিয়েছে পোস্ট। কেউ কেউ আবার দাবি করছেন, রোহিত শর্মার উদ্দেশ্যে ওভারের প্রথম বলটি 176.5 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুঁড়ে স্টার্ক নাকি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারের 161.3 কিলোমিটার প্রতি ঘন্টার দ্রুতগতির বোলিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন। কিন্তু এই খবর কি আদৌ সত্যি?
Mitchell Starc breaks Shoaib Akhtar’s 22-year-old record for the fastest delivery in cricket history! 👀
● Shoaib Akhtar’s fastest delivery:
161.3 km/h (100.23 mph)
● Mitchell Starc’s first ball vs India:
176.5 km/h (109 mph)#INDvsAUS #FastestDelivery pic.twitter.com/PMkBv3A4aM— ABD (@FAheemAli_14) October 19, 2025
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় স্টার্কের বোলিংয়ের গতি নিয়ে যে দাবি করা হচ্ছে তা একেবারে ভুল। ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রথম বলটি স্টার্ক বেশ দ্রুত গতিতেই করেছিলেন। তবে সেই বলের গতি 171 বা 176 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল না। প্রকৃতপক্ষে, স্টার্ক এদিন ওই বলটি করেছিলেন 140.8 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে।
অবশ্যই পড়ুন: রায়দিঘিতে শুভেন্দুর কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ, উঠল জয় বাংলা স্লোগান
উল্লেখ্য, অনেকেই হয়তো জানেন, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বোলিংয়ের রেকর্ড রয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের নামে। বলা বাহুল্য, 2003 সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ চলাকালীন 161.3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটি বল ছুড়েছিলেন শোয়েব। সেটাই একদিনের ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত সর্বোচ্চ গতির বোলিং।