বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঘটল অঘটন! 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc Retirement)। ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে বিশেষভাবে মনোনিবেশ করার কারণেই এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান পেসারের। স্টার্কের সিদ্ধান্তে মনের ওজন বাড়ল ক্রিকেটপ্রেমীদের।
স্টার্কের অবসর চিন্তা বাড়াল অস্ট্রেলিয়ার?
ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ, অ্যাসেজ এবং 2027 ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই নিজেকে পুরোপুরি তৈরি করার স্বার্থে এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন মিচেল স্টার্ক। ক্রিকেট মহলের একটা বড় অংশ বলছে, ঠিক 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিচেলের চলে যাওয়া চাপে ফেলবে অস্ট্রেলিয়াকে।
তবে যদি বাস্তবের মাটিতে পা রেখে কথা বলা যায়, সে ক্ষেত্রে দেখা যাবে 35 বছর বয়সী স্টার্ক গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর 20 ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নামেননি। কাজেই, স্টার্ক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে যাওয়ায় সে অর্থে কোনও সমস্যাই হবে না ক্রিকেট অস্ট্রেলিয়ার।
অবসর নিয়ে মুখ খুলেছেন স্টার্ক
সম্প্রতি ক্যামেরার মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ান মহা তারকা মিচেল স্টার্ক সাফ জানিয়েছেন, টেস্ট ক্রিকেট বরাবরই আমার কাছে বেশি গুরুত্ব পায়। যদিও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে খেলেছি আমি। সেই সব ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে পেরেছি। বিশেষত 2021 বিশ্বকাপের কথা খুব ভাল ভাবে মনে আছে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিলাম বলেই বলছি না, ওই বিশ্বকাপে যে দলটা পেয়েছিলাম তার জন্য বলছি।
হঠাৎ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে কেন অবসর দিলেন? এমন প্রশ্নের সম্মুখীন হয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জানিয়েছেন, ভারতের মাটিতে টেস্ট সিরিজ রয়েছে। সেটা শেষ হলেই অ্যাসেজ এবং 2027 সালে একদিনের বিশ্বকাপ, আমার মনে হয় এগুলোর জন্য নিজেকে পুরোপুরি তৈরি রাখা প্রয়োজন। আর এটাই নিজেকে সুস্থ রাখার সেরা উপায়।
অবশ্যই পড়ুন: মোহনবাগানকে হারিয়ে ডার্বিতে মান বাঁচিয়েছিলেন ইস্টবেঙ্গলের, সেই দিমিকেই ছেড়ে দিচ্ছে লাল হলুদ
উল্লেখ্য, বছর 35 এর স্টার্ক আজ পর্যন্ত মোট 65টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সেই যাত্রায় অস্ট্রেলিয়ান পেসারের উইকেট সংখ্যা 79টি। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ওভার হিসেবে স্টার্ক রান খরচ করেছেন 7.74। এছাড়াও 6টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে 5টিতেই খেলেছেন এই অজি ক্রিকেটার। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন শুধুই অ্যাডাম জাম্পা। সেই নিরিখে স্টার্কের জায়গাটা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির। তাই অস্ট্রেলিয়া দলে বিশেষত টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |