‘তোমার থেকে জোরে বল করি’, হর্ষিত রানাকে স্লেজিং মিচেল স্টার্কের, জবাবও দিলেন KKR বোলার

Published on:

harshit rana mitchell starc

কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দ্বিতীয় দিন আজ। প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। একসময় মনে হচ্ছিল, খুব সহজেই এই টেস্টে জয় পাবে অস্ট্রেলিয়া। কিন্তু বাধ সাধল ভারতীয় বোলাররা। বুমরাহর আগুনে বোলিংয়ের সামনে টপটপ করে উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার। প্রথম দিনের শেষে ৬৭ রান করতেই ৭ উইকেট খোয়ায় অজিরা।

WhatsApp Community Join Now

দ্বিতীয় দিনেও আধিপত্য বজায় থাকে ভারতীয় বোলারদের। টিম ইন্ডিয়ার ১৫০ রানের জবাবে মাত্র ১০৪ করতেই সক্ষম হন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে বেশি রান করেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন বোলার মিচেল স্টার্ক। তিনি ১১২ বলে ২৬ রান করেন। এই আগুনে বোলিংয়ের সামনে এতক্ষণ টিকে থাকাও বড় বিষয়। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। তিনি ৩১ বলে ২১ রান করে আউট হন।

জসপ্রীত বুমরাহর ৫ উইকেট

এদিকে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। তিনি ৫ উইকেট নেন। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার হর্ষিত রানা। অভিষেক ম্যাচেই কামাল দেখিয়েছেন KKR-র এই বোলার। প্রথম দিনে ১ উইকেট পাওয়ার পর, দ্বিতীয় দিনে তিনি আরও ২ উইকেট নেন। মোট ৩ উইকেট নিয়েছেন হর্ষিত রানা। কিন্তু রানা বল করার সময় ঘটে যায় এক আজব ঘটনা। রানাকে মাঠের মধ্যেই স্লেজ করতে শুরু করেন মিচেল স্টার্ক।

হর্ষিত রানাকে খোঁচা মিচেল স্টার্কের

হর্ষিতের বল খেলার পর মিচেল স্টার্ক বলে ওঠেন ‘তোমার থেকে জোরে বল করি আমি।’ স্টার্কের এই কথা শোনার পর অবাক হয়ে জান হর্ষিত রানা। যদিও রানা কিছু না বলে শুধু হেসেই জবাব দেন। এরপর হর্ষিত রানার বলেই আউট হন মিচেল স্টার্ক। আসলে এই দুই বোলার গত বছর একসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। KKR এবার স্টার্ককে রিটেন করেনি, কিন্তু হর্ষিত রানা তাঁর পুরনো দলেই আছেন। বলে দিই, ২০২৪ এর IPL-এ মিচেল স্টার্ক সবথেকে দামি প্লেয়ার ছিলেন। তাঁকে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল KKR।

সঙ্গে থাকুন ➥
X