ভাঙতে চলেছে মিচেল স্টার্কের রেকর্ড

Published on:

mitchell starc kkr

কলকাতাঃ আইপিএলের মেগা অকশন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলেছে IPL Mega Auction। তাঁর আগে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলোও নিজেদের প্লেয়ারদের লিস্ট প্রায় তৈরি করে নিয়েছে। এ বছর আইপিএলের নিলামের আগেই সবথেকে বেশি যিনি চর্চিত, তিনি হলেন দিল্লি ক্যাপিটলসের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থ। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলের উপরেও নজর থাকবে। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসার মিচেল স্টার্কেরও রেকর্ড ভাঙতে চলেছে।

ভেঙে যাবে মিচেল স্টার্কের রেকর্ড

WhatsApp Community Join Now

আসলে গত বছর কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে (Mitchell Starc) ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল। আর এবার নাকি সেই রেকর্ডই ভাঙতে চলেছে। আসলে ভারতীয় দলের প্রাক্তন প্লেয়ার সুরেশ রায়না আসন্ন আইপিএলের মেগা অকশন নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি জানিয়েছেন যে, এবার আইপিএলের নিলামে মিচেল স্টার্কের রেকর্ড ভাঙবেন ঋষভ পন্থ। তিনি জানিয়েছেন যে, এবার কমপক্ষে ২৫ থেকে ৩০ কোটি টাকায় বিক্রি হবেন পন্থ।

ঋষভ পন্থকে নিয়ে ভবিষ্যদ্বাণী সুরেশ রায়নার

সুরেশ রায়না টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় বলেন, ‘অস্ট্রেলিয়ান প্লেয়াররা IPL থেকে ভালো টাকা আয় করেন। তাহলে আমাদের ভারতীয় প্লেয়াররাই পিছনে থাকবে কেন? ঋষভ পন্থ অধিনায়কের ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি ভালো উইকেটকিপার ও বিধ্বংসী ব্যাটার। এবার তাঁর দর কমপক্ষে ২৫ থেকে ৩০ কোটি টাকা ওঠা উচিৎ। ওঁ এটার দাবিদার।’ তবে শুধু সুরেশ রায়নাই নয়, এর আগে আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও একই দাবি করেছিলেন। তিনিও বলেছিলেন যে, এবার স্টার্কের রেকর্ড দামের রেকর্ড ভাঙবেন পন্থ।

অধিনায়কের খোঁজে IPL-র ৫ ফ্রাঞ্চাইজি

বলে দিই, এবাররের আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটলস, রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস অধিনায়কের খোঁজে থাকবে। এই কারণে এবারের নিলামে দিল্লি বাদে সব দলই ঋষভ পন্থকে নেওয়ার জন্য ঝাঁপাবে। পন্থকে পাওয়া মানে একসঙ্গে তিনটি বেনিফিটস। অধিনায়ক, উইকেটকিপার ও ভালো ব্যাটার। তাই এবার পন্থের দর যে হাই থাকবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সঙ্গে থাকুন ➥