বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেরালা থেকে মুখ ফিরিয়ে নিজের পুরনো দলেই ফিরতে চলেছেন মিজোরামের তরুণ ফুটবলার এডমুন্ড লালরিন্দিকা। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ফের ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সি গায়ে তুলতে পারেন ইন্টার কাশির এই তুখড়। সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা পাকা হয়ে গিয়েছে তাঁর। এখন শুধুই চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।
5 বছর পর লাল হলুদে ফিরছেন লালরিন্দিকা
সূত্র মারফত যা খবর, ইন্টার কাশির সাথে এই মুহূর্তে নাকি চুক্তি দীর্ঘায়িত করতে রাজি নন লাল হলুদ প্রাক্তনী। শোনা যাচ্ছে, প্লেয়ারের সাথে কথা বলার পরই ইন্টার কাশি এফসিকে ট্রান্সফার ফ্রি দিতে রাজি হয়েছে লাল হলুদ। যদিও খাতায় কলমে চুক্তিপত্র সই হয়নি। মনে করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে মিজোরামের এই তরুণ ফুটবলারকে ফের নিজেদের শিবিরে ভেড়াবে ইস্টবেঙ্গল।
লালরিন্দিকাকে দলে নিতে আগ্রহী কেরালা ব্লাস্টার্সও
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইস্টবেঙ্গলের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা দল কেরালা ব্লাস্টার্সও মিজো ফুটবলারকে সই করাতে মরিয়া। যদিও সূত্র বলছে, কেরালা নয়, নিজের পুরনো দল লাল হলুদেই ফিরতে চান লালরিন্দিকা। জানিয়ে রাখি, সাম্প্রতিক সময় নিজের অসামান্য ফুটবল দক্ষতা দেখিয়ে ভারতের অন্যতম সেরা ফরোয়ার্ড হয়ে উঠেছেন মিজোরামের এই তরুণ প্রতিভা।
ইন্টার কাশির হয়েই নিজেকে মেলে ধরেছিলেন লালরিন্দিকা
2018 সালে বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত হয়েছিলেন মিজো ফুটবলার লালরিন্দিকা। তবে যোগ হওয়াই সাড়! সে মরসুমে দলের হয়ে খেলতে পেরেছেন নামমাত্র কয়েক ম্যাচে। বেশিরভাগ সময়টাই তাঁর কেটেছিল মাঠের বাইরে। তবে ইস্টবেঙ্গলের পর ইন্টার কাশিতে যোগ দিতেই নিজেকে মেলে ধরেন লালরিন্দিকা। মূলত আই লিগেই নিজের জাত চিনিয়ে সকলের নজর কেড়েছিলেন মিজোরামের এই তরুণ।
শেষ বারের মতো 2024-25 সিজনে ইন্টার কাশির হয়ে 24 ম্যাচে অংশ নিয়েছিলেন এই ফুটবলার। তাঁর পা থেকে মোট 4টি গোল ও 6টি আসিস্ট পেয়েছে দল। শুধু তাই নয়, ইন্টার কশিকে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিতে বড় ভূমিকা রেখেছিলেন এই লালরিন্দিকা। তাঁর অবদানের জেরে আই লিগেই দ্বিতীয় স্থান অর্জন করেছিল ইন্টার কাশি।
অবশ্যই পড়ুন: বিদেশিদের নিয়ে মাথায় আকাশ ভাঙল একাধিক দলের! কাদের পাচ্ছে না KKR?
আই লিগ থেকেই জাতীয় দলে যোগদান
অনেকেই হয়তো জানেন না, মূলত আই লিগে দুরন্ত পারফরমেন্স দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন লালরিন্দিকা। জানা যায়, সেবার শিবিরের জন্য ঘোষিত 28 জনের দলে থাকা চেন্নাইয়ের ইরফান ইয়াদাদের পরিবর্তে ডাকা হয়েছে লালরিন্দিকাকে। সব মিলিয়ে, ভারতের তুখড় ফুটবলারের সাফল্য দেখেই তাঁকে ফের দলে নিতে একেবারে উঠে পড়ে লেগেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গল এফসি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |