ফেডারেশনের কড়া সিদ্ধান্তে মাথায় বাজ মহামেডানের

Published:

Mohammed SC
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা ছিল মোহনবাগানের হয়ে খেলা এক ফুটবলারকে সই করাতে পারে কলকাতার শতাব্দী প্রাচীন দল মহামেডান স্পোর্টিং (Mohammed SC)। তবে সেই সম্ভাবনার মাঝেই এবার বিরাট ধাক্কা খেল সাদা কালো ব্রিগেড।

জানা যাচ্ছে, আপাতত এক বছরের জন্য কোনও ফুটবলারকেই সই করাতে পারবেনা মহামেডান। বুধবার সেই মর্মে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি ক্লাবটিকে শাস্তির চিঠি ধরিয়েছে। যা না মানলে আগামী দিনে আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রতিবেশীকে।

হঠাৎ কেন মহামেডানের ওপর কঠোর হল ফেডারেশন?

বিগত বছরগুলিতে মহামেডানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সে ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফদের বেতন আটকে রাখা কিংবা নানান ক্ষেত্র থেকে বিপুল পরিমাণ ঋণ সংগ্রহ, সবমিলিয়ে আর্থিক সঙ্কটে জর্জরিত সাদা কালোদের দল।

সূত্রের খবর, বিগত বছরগুলিতে চারিদিকে এত টাকা বাকি পড়ে রয়েছে মহামেডানের, যা শোধ করতে না পারায় ইন্ডিয়ান সুপার লিগের সংগঠক FSDL-র অন্দরে ক্লাবটির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছিল। তাছাড়াও মহামেডানের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। ফলত, সেইসব অভিযোগ খতিয়ে দেখেই এবার মহামেডানের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল ফেডারেশন।

অবশ্যই পড়ুন: পাত্তাই দেয়নি মোদি! আক্ষেপ ইউনূসের

আপাতত যা খবর, ফেডারেশন কলকাতার এই ঐতিহ্যবাহী দলটিকে যে চিঠি দিয়েছে তাতে স্পষ্ট করে জানানো হয়, আগামী এক বছর কোনও ফুটবলারকেই সই করাতে পারবে না তারা। তবে হ্যাঁ, চিঠিতে এও বলা হয়েছে, মহামেডান যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের যাবতীয় বকেয়া মিটিয়ে দেয় সেক্ষেত্রে দলটির ওপর নরম হতে পারে ফেডারেশন। তুলে দেওয়া হতে পারে নিষেধাজ্ঞাও। তবে আপাতত সে গুড়ে বালি!

ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আর্থিক দিক থেকে মহামেডানের যা অবস্থা তাতে বকেয়া মেটানো তো দূর, বরং আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে খেলতে পারবে কিনা তা নিয়েই সংশয়ে রয়েছে সাদাকালো ব্রিগেডের কর্তারা। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নানান ভাবে আর্থিক অনিয়মের কারণে মহামেডানকে নিয়ে খারাপ বার্তা পৌঁছেছে আন্তর্জাতিক মঞ্চে, ফলত, ভবিষ্যতে কলকাতার এই দলটির বিরুদ্ধে আরও কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেওয়া হলেও হতে পারে।

আরও
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join