যোগ্য হওয়া স্বত্বেও বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে বাদ! শামি সহ ৫ প্লেয়ারের সাথে অন্যায় করল BCCI

Published on:

border gavaskar trophy team india

কলকাতাঃ অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতীয় দলের ১৮ সদস্যের নাম ঘোষণা করেছে বিসিসিআই (Board of Control for Cricket in India)। ৫ ম্যাচের এই টেস্ট সিরিজ আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেই ১৮ জনের নাম ঘোষণা করেছে BCCI, তাঁদের মধ্যে ১৪ জন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সুযোগ পেয়েছে। ১৮ জনের মধ্যে ৩ জন এমন প্লেয়ারও রয়েছেন, যারা এখনও ভারতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাননি। এ ছাড়াও একজন বোলার যিনি ২০২৪ সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে খেলার সুযোগ পেয়েছিলেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতীয় দলের ১৮ জন সদস্যের মধ্যে নিতিশ রেড্ডি, অভিমন্যু ইশ্বরন ও হর্ষিত রানা এখনও অবধি ভারতের হয়ে অভিষেকের সুযোগ পাননি। এই তিন তরুণ তুর্কির এবার ভারতের হয়ে অভিষেক হওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে। অভিমন্যু ইশ্বরন এবার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের বিকল্প ওপেনিং ব্যাটার হিসেবে সুযোগ পেতে পারেন। ওদিকে নিতিশ কুমার রেড্ডি শুভমন গিল বা কেএল রাহুলের বদলে দলে ঢুকতে পারেন। এছাড়া KKR বোলার হর্ষিত রানা মহম্মদ সিরাজ, আকাশ দীপের বিকল্প হয়ে উঠতে পারেন।

মহম্মদ শামিকে সুযোগ দিল না BCCI

তবে এই সিরিজে ভারতীয় দলের এমন কয়েকজন প্লেয়ার রয়েছেন, যারা সুযোগের দাবিদার হলেও BCCI-র খাতায় নাম তুলতে পারেন নি। এদের মধ্যে প্রথম জন হলেন ভারতীয় টিমের জোরে বোলার মহম্মদ শামি। ২০২৩-র একদিনে বিশ্বকাপে শামির বলের আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে গিয়েছিল বিপক্ষ দলের ব্যাটসম্যানরা। এরপর থেকেই চোটে ভুগছেন তিনি। এখন সুস্থ হয়েছেন, নেটে অনুশীলনও করছেন। তবে বর্ডার-গাভাস্কার ট্রফির মতো দামি সিরিজে তাঁকে খেলানোর প্রয়োজন মনে করেনি বিসিসিআই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অর্শদীপ সিং, রুতুরাজ গায়কোয়াড়

এছাড়াও রয়েছেন অর্শদীপ সিং। যিনি ২০২৪-র T20 বিশ্বকাপে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। মহম্মদ সিরাজের যোগ্য বিকল্প তিনি। তবে এবার দলে সুযোগ পাননি। তৃতীয় জন হলেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই দলের এই প্লেয়ার বর্তমানে ভালো ফর্মে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটের ঝলকানি দেখা যাচ্ছে। কিন্তু তাঁকে সুযোগ দেয়নি বিসিসিআই।

যশ দয়াল, অক্ষর প্যাটেল

চতুর্থ প্লেয়ার হলেন যশ দয়াল। তিনি বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজেও অন্তর্ভুক্ত করা হয়নি। শেষ জন হলেন ভারতীয় দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অক্ষর এখনও অবধি ১৪টি টেস্টে ৫৫ উইকেট নিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটেও দারুণ পাফর্ম করছেন তিনি। তা স্বত্বেও এবার বর্ডার-গাভাস্কার ট্রফিতে তার জায়গা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group