সানিয়াকে বিয়ে করছেন শামি? অবশেষে নীরবতা ভাঙলেন টিম ইন্ডিয়ার পেসার

Published on:

Mohammed Shami sania mirza

কলকাতাঃ ভারতীয় ক্রিকেট দলের স্টার পেসার মহম্মদ শামি নাকি বিয়ে করছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা! বিগত কিছু সময় ধরে এহেন জল্পনাকে কেন্দ্র করে তোলপাড় দেশ। এই বিয়ে আদৌ হচ্ছে কিনা, নাকি পুরোটাই ভুয়ো খবর সে বিষয় নিয়ে এতদিন কেউই কিছু বলতে চাননি। এমনিতে সম্প্রতি পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ‘খুলা’ হয়েছে সানিয়ার। অন্যদিকে স্ত্রীর সঙ্গে থাকেন না মহম্মদ শামি। দুজনের মধ্যে সম্পর্ক এক প্রকার তলানিতে। এহেন অবস্থায় অনেকেই দুয়ে দুয়ে চার করছিলেন, অর্থাৎ শামি ও সানিয়ার মধ্যে কোনও যে সম্পর্ক রয়েছে তা নিয়ে কথা বলতে শুরু করছিলেন। তবে এই নিয়ে এবার বড় দাবি করলেন শামি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সানিয়াকে বিয়ে করছেন শামি?

সানিয়াকে আগামী দিনে কি বিয়ে করছেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি? এই নিয়ে প্রশ্ন ঘুরপাক খাওয়ার মাঝে বড় দাবি করলেন শামি। শামি যা বললেন তা শুনে সকলেই চমকে যেতে পারেন। এবার এই বিষয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মহম্মদ শামি নিজেই। একটি ইউটিউব শোতে মহম্মদ শামি বলেন, “এই ধরনের খবর যাই আসুক না কেন, প্রতিক্রিয়া জানানোর মতো কিছু ছিল না। এমন খবর দেখতাম, কিন্তু গুরুত্ব দিচ্ছিলাম না।”

কারোর জীবন নিয়ে মিম বানানো ঠিক না

শামি আরও বলেন, ‘বিয়ের খবরের ব্যাপারটা একেবারেই অদ্ভুত, এ বিষয়ে আমি কী বলব? আমি বলতে চাই, এ ধরনের ভুল খবর ছড়ানো উচিত না। আমি একমত যে মিম থাকা উচিত, এতে কোনও ভুল নেই, তবে ভুল জিনিস সম্পর্কে গুজব ছড়ানো ভুল। আপনারা মিম নিয়ে মজা করতে পারেন কিন্তু অন্যের জীবন নিয়ে মিম বানানো মোটেই ঠিক না। সব সময় ভেবেচিন্তে মিম বানানো উচিত। এটা একেবারেই ভুল। সাহস থাকলে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এরকম মিম শেয়ার করুক, তখন আমি দেখে নেব।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফের কবে ২২ গজে দেখা যাবে শামিকে?

এখন বারবার একটা প্রশ্ন উঠছে, কবে ফের শামিকে ২২ গজে দেখা যাবে? ফিটনেস নিয়ে শামি জানান, এখন ফিট হয়ে উঠছেন এবং ভালো বোধ করছেন। শীঘ্রই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) গিয়ে নিজের ফিটনেস নিয়ে কাজ করবেন এবং দলে ফেরার চেষ্টা করবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group