বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই ভারতীয় দলে উপেক্ষিত অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও বাদ পড়েছিলেন তিনি। তাছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বা টি টোয়েন্টি কোনও ক্ষেত্রেই জায়গা হয়নি তাঁর। এবার বাদ পড়লেন আগামী 14 নভেম্বর থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দল থেকেও। কিন্তু ছন্দে থাকা সত্ত্বেও কেন বারবার বাদ পড়ছেন শামি? এমন প্রশ্ন তুলেই এবার ভারতীয় দলের নির্বাচন কমিটিকে একহাত নিলেন তারকা পেসারের বাল্যকালের কোচ মহম্মদ বদরুদ্দিন (Mohammed Shami Coach On Agarkar)।
শামির বাদ পড়া নিয়ে অসন্তুষ্ট ছেলেবেলার কোচ বদরুদ্দিন
সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজের আগে মহম্মদ শামি প্রসঙ্গে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, ‘শামি এই মুহূর্তে কতটা ফিট সেটা আমাদের জানা নেই। তিনি যদি পরবর্তীতে নিজের পারফরমেন্স দিয়ে নজর কাড়তে পারেন তবে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাবেন।’ পরবর্তীতে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে শামি বলেছিলেন, ‘নির্বাচন কমিটিকে ফিটনেস সম্পর্কে আপডেট দেওয়াটা আমার কাজ নয়।’ এরপর রঞ্জি ট্রফিতে পা রেখেই 15 উইকেট তুলে নেন ভারতের এই অভিজ্ঞ বোলার। তাতে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে শেষের দিকে উইকেট শূন্যতায় ভুগতে হয়েছিল তাঁকে।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রঞ্জি ট্রফির নতুন মরসুমে বাংলার হয়ে প্রথম দিকে উইকেট পেলেও পরে খাতায় উইকেট তুলতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন তিনি। এবার সে প্রসঙ্গেই মুখ খুলে ভারতীয় তারকার ছেলেবেলার কোচ বদরুদ্দিন সরাসরি নিশানা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং প্রধান নির্বাচককে। তাঁর বক্তব্য, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড এবং জাতীয় দলের প্রধান নির্বাচক আগরকর একেবারে ইচ্ছে করেই একজন ক্রিকেটারকে উপেক্ষা করছেন। এদিকে শামি ভারতের একজন অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ বোলার।’
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মহম্মদ শামির শৈশবের কোচ বলেন, ‘ওকে উপেক্ষা করা হচ্ছে। এছাড়া আমি আর কোনও কারণ দেখতে পারছি না। একজন ক্রিকেটার যে কিনা লাল বলের সংস্করণে তিনটি ম্যাচ খেলেই 15 উইকেট তুলে নেন, তাঁকে অযোগ্য বলা হচ্ছে। আসলে নির্বাচকরা ওকে উপেক্ষা করেছে।’ বদরুদ্দিনের দাবি, দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে থাকায় মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন শামি। তাঁর কথায়, ‘একজন ব্যক্তি যিনি নিজেকে চেনেন, বোঝেন তিনি ভাল পারফর্ম করার পরেও যখন নিজের জায়গা না পান তখন হতাশ হওয়াটা স্বাভাবিক।’
অবশ্যই পড়ুন: ৩৪ লক্ষ টাকা, সোনার ব্যাট সহ কত কী! আজ ইডেনে রিচার হাতে পুরস্কার তুলে দেবেন মমতা
উল্লেখ্য, প্রথম থেকেই নিজেকে ফিট বলে দাবি করে এসেছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, ভারতীয় দলের উপেক্ষার শিকার হলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করবেন তিনি। রঞ্জির প্রথমদিকেই নিজের কথা রেখেছিলেন ভারতীয় তারকা। কিন্তু তাও জাতীয় দলে ডাক পেলেন না তিনি। শেষবারের মতো 2023 সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শামি। এরপর সাদা বলের সংস্করণে ফেরা হলেও লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা হয়নি তাঁর।












