বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সফর শুরুর আগেই একাধিক ক্ষেত্রে ধাক্কা খাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই লাল বলের ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা।
একই পথ ধরে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন বিরাট কোহলিও। এদিকে সাম্প্রতিক চোটের পর ওয়ার্ক লোডের কথা ভেবে জসপ্রীত বুমরাহকে নিয়ে চিন্তিত BCCI। এহেন আবহে ইংল্যান্ড সফরে প্রায় অনিশ্চিত হওয়ার পথে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামিও(Mohammed Shami)।
মহম্মদ শামির টেস্ট কেরিয়ার প্রশ্নের মুখে?
দীর্ঘদিন চোট যন্ত্রণা নিয়ে মাঠের বাইরের জগত উপভোগ করেছিলেন মহম্মদ শামি। যদিও সেই অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক ছিলনা। পরবর্তীতে চোট কাটিয়ে ICC চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন টিম ইন্ডিয়ার পেস বিভাগের এই স্তম্ভ। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রয়েছেন তিনি।
তবে সাম্প্রতিক ম্যাচগুলিতে নিজের পারফরমেন্স দিয়ে এক ফোঁটাও দাগ কাটতে পারেননি শামি। যার কারণে আসন্ন ইংল্যান্ড সিরিজে তাঁর উপস্থিতি একপ্রকার প্রশ্নের মুখে। সেই সাথেই ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছেন, বয়স ও ফিটনেস জনিত সমস্যার কারণে শীঘ্রই শেষ হতে পারে শামির টেস্ট কেরিয়ার!
ইংল্যান্ড সফরে জায়গা হচ্ছে না শামির?
সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক সূত্র জানিয়েছে, আসন্ন ইংল্যান্ড সিরিজে শামি একেবারেই প্রথম পছন্দ নয়। বেশ কয়েক মাস মাঠে ফিরে পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছেন ঠিকই, তবে একেবারেই কাজের কাজ হচ্ছে না। শামি এই মুহূর্তে টেস্টে একদমই ভাল বিকল্প নয়!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে নির্বাচন হবে না ঠিকই, তবে শামির রানা আপে সমস্যা হচ্ছে। বল একেবারেই উইকেটকিপারের হাত পর্যন্ত পৌঁছচ্ছে না। সবশেষে বোর্ডের ওই সূত্র জানিয়েছে, 2023 ওয়ানডে বিশ্বকাপে শামির যে বিধ্বংসী ফর্ম দেখা গিয়েছিল, তা এখন অতীত।
অবশ্যই পড়ুন: পাক তথ্যমন্ত্রীকে দেখেই গালিগালাজ যুবকের! দেওয়া হল শুধরে যাওয়ার দাওয়াইও! ভাইরাল ভিডিও
সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ?
বোর্ডের ওই সূত্র দাবি করেছে, প্রথম দিকে নাকি ঠিক করা হয়েছিল, শেষ পর্যন্ত জসপ্রীত বুমরাহ যদি না খেলতে পারেন তবে শামিকে বিকল্প হিসেবে রাখা হবে। তবে ভারতীয় পেসারের সম্প্রতিক ফর্ম খতিয়ে দেখার পর, তাঁকে টেস্ট দলে রাখার খুব একটা সম্ভাবনা নেই।
আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি সুযোগ পাবেন মহম্মদ সিরাজ? বোর্ডের ওই সূত্র কিন্তু একেবারেই সে কথা বলছে না। বরং জানানো হয়েছে, ইংল্যান্ড সফরে যদি দুই তুখড় পেসারকে না পাওয়া যায় তবে সে ক্ষেত্রে আর্শদীপ সিং, যশ দয়ালদের সুযোগ থাকছে। বর্তমানে সেই সেই সম্ভাবনা নিয়েই চলছে চর্চা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |